বারুইপুর, 10 সেপ্টেম্বর: আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআইয়ের আতস কাচের তলায় রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ আরজি করে দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন । এর পাশাপাশি চিকিৎসককে খুনের ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ঘটনার দিন সেই সময় সন্দীপ ঘোষ কোথায় ছিলেন তা জানতে তাঁর ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় ৷
বারুইপুরে চেম্বার ছিল সন্দীপের, সপ্তাহে একঘণ্টা রোগীও দেখতেন! - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Sandip Ghosh on RG Kar Corruption: তদন্তে নেমে সন্দীপ ঘোষের নয়া চেম্বারের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ প্রতি শুক্রবার একঘণ্টা করে এখানেই রোগী দেখতেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ৷
Published : Sep 10, 2024, 9:41 PM IST
সেখান থেকে জানা যায়, ঘটনার আগের দিন অর্থাৎ 8 অগস্ট তিনি ছিলেন বারুইপুর রেলস্টেশন সংলগ্ন নমিতা সেবায়তন নামে একটি প্রাইভেট চেম্বারে ৷ তারপর থেকেই নমিতা সেবায়তনের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছে এই বেসরকারি চেম্বার ৷ জানা গিয়েছে, এই প্রাইভেট চেম্বারেই নিয়মিত প্র্যাকটিস চালাতেন সন্দীপ ঘোষ ৷ তদন্তে নেমে এমনটাই ইঙ্গিত পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । ওই চেম্বারে বসা চিকিৎসকদের তালিকায় নাম রয়েছে সন্দীপ ঘোষের ৷ তাতে লেখা রয়েছে প্রতি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত ওই প্রাইভেট চেম্বারে বসতেন তিনি ৷
এ ছাড়াও পাওয়া গিয়েছে বিভিন্ন লিফলেট ও বিজ্ঞপ্তি । তবে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সরকারি হাসপাতালের চিকিৎসক হওয়া সত্ত্বেও সপ্তাহের প্রতি শুক্রবার একঘণ্টা নিয়ম-বহির্ভূতভাবে কোন মন্ত্রে ব্যক্তিগত চেম্বার চালাতেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ? কত বছর ধরে তিনি বেনিয়ম করে চিকিৎসা চালাচ্ছেন ? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই ।