পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, শুরু প্রস্তুতি - CM MAMATA JHARGRAM VISIT - CM MAMATA JHARGRAM VISIT

CM Mamata Banerjee will Visit Jhargram: সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জোরকদমে প্রস্তুতি চলছে ঝাড়গ্রামে স্টেডিয়ামে ৷

Jhargram News
মুখ্যমন্ত্রীর আসার প্রস্তুতি ঝাড়গ্রামে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 10:32 PM IST

ঝাড়গ্রাম, 5 অগস্ট: লোকসভা নির্বাচনের পর প্রথম জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 9 অগস্ট শুক্রবার বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন ঝাড়গ্রাম স্টেডিয়ামের অনুষ্ঠানে । তারই প্রস্তুতি চলছে জোরকদমে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী 8 অগস্ট বিকেলে ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী । ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন। পরের দিন সকালে অর্থাৎ 9 অগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ।

ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ভিডিয়ো)

ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো সোমবার দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন । পরিদর্শনের পর অজিত মাহাতো বলেন,"বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম আসছেন । মুখ্যমন্ত্রী আসা মানে জঙ্গলমহলের মানুষের মুখে হাঁসি ফোটে । তিনি আসা মানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প সঙ্গে নিয়ে আসেন ।"

অজিতবাবু আরও বলেন,"লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেছি । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি আমরা পুনরুদ্ধার করতে পেরেছি । প্রতিবারই ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর জনসভায় উপচে পড়ে মানুষের ভিড় হয় । এক লাখেরও বেশি মানুষের জমায়েত হতে চলেছে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে ঝাড়গ্রাম স্টেডিয়ামে ।"

লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা এবং গজাশিমুলে জনসভা করেছিলেন । আর এবার লোকসভা নির্বাচনের পর বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের উদযাপনের জন্য ঝাড়গ্রাম আসছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর প্রস্তুতি ।

ABOUT THE AUTHOR

...view details