রামপুরহাট, 25 ফেব্রুয়ারি: সামনে গাঁদা ফুল দিয়ে সাজানো সারি সারি থালা ও বাটি ৷ মাছের বড় মাথা, মাংস থেকে দই-মিষ্টি কী নেই পাতে ৷ ফুলের সাজে সেজেছেন কনেও ৷ এভাবেই হাসপাতালের ভিতরে ঘটা করে আইবুড়ো ভাত খাওয়ানো হল কর্মরত এক নার্সকে ৷ আবার সেই ছবি ঘটা করে পোস্ট করা হল সোশাল মিডিয়ায়ও ৷ আর তাতেই বিপাকে পড়েছেন নার্স থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ খবর চাউর হতেই ঢি ঢি পড়ে গিয়েছে এলাকায় ৷ হাসাপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ স্থানীয় সূত্রে খবর, আইবুড়ো ভাত খাওয়া নার্সের নাম রিম্পা মণ্ডল ৷ তাঁর বাড়ি বাঁকুড়ায় । রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিসিন বিভাগে কর্মরত তিনি ৷ সম্প্রতি রিম্পার বিয়ে ঠিক হয় । তাই তাঁকে বিয়ের আগে গত সোমবার রামপুরহাট হাসপাতালের তাঁর সহকর্মীরা উদ্যোগ নেন আইবুড়ো ভাত খাওয়ানোর । তাতে সায় দেয় রিম্পাও । সেভাবে হাসপাতালের একটি কক্ষে তাঁকে আইবুড়ো ভাত খাওয়ান তাঁর সঙ্গী সাথীরা । রিম্পার জন্য 14 পদের রান্নার আয়োজন করা হয় সেখানে ।
রিম্পার মাথায় হলুদ গাঁদার মালা দিয়ে এবং চারিদিকে গাঁদা ফুল ছড়িয়ে টেবিল সাজিয়ে বসিয়ে এলাহি আয়োজনে আইবুড়ো ভাত খাওয়ানো হয় । এত দূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরই সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় । মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে । আর তার পড়েই তীব্র সমালোচনার শুরু হয় । একটি হাসপাতালে কীভাবে এধরনের অনুষ্ঠানের আয়োজন করা যায় এবং সরকারি কর্মকর্তারা কীভাবে এমন আয়োজনে সায় দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন ওঠে ।