পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রান্তিক শিশুদের বসন্তের রঙে রাঙাতে প্রাক-দোল উৎসব - HOLI 2025

প্রান্তিক শিশুদের বসন্তের রঙে রাঙাতে প্রাক-দোল উৎসব পালিত হল আসানসোলে ৷ আসানসোলের পলাশডিহা গ্রামের ফিড ক্যাম্পাসে হল দোলের উৎসব ৷

ETV BHARAT
আসানসোলে প্রাক-দোল উৎসব (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 3:13 PM IST

আসানসোল, 26 ফেব্রুয়ারি: চারপাশে পাথরের ক্রাশার । উড়ছে ধুলো । তারই মাঝে ছোট ছোট গ্রাম । শহর আসানসোলের এত কাছে এই গ্রামগুলো, তবু পরতে পরতে শুধুই অনুন্নয়ন আর দূষণের অন্ধকার । ওই গ্রামগুলিতে বেশিরভাগ ছাত্রছাত্রীই প্রথম প্রজন্মের শিক্ষার্থী বা ফার্স্ট জেনারেশন লার্নার । তাই অনেকে মাঝপথে স্কুলছুট হয়ে পড়ে । আর এই স্কুলছুট ছাত্রছাত্রীদের পুনরায় পাঠমুখী করতে আসানসোলের পলাশডিহা এলাকায় গড়ে উঠেছে ফুডম্যান চন্দ্রশেখর কুন্ডুর উদ্যোগে 'ফিড ক্যাম্পাস'।

এখানে প্রায় 200 ছাত্রছাত্রী পঠনপাঠন করে । এছাড়াও এদের নাচ, গান, বিজ্ঞানের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় । প্রান্তিক এলাকার খুদেরা আনন্দ উৎসব সবকিছুই এই ফিডের চার দেওয়ালের মধ্যেই উদযাপিত করে । এবার একটি বেসরকারি স্টিল কারখানার উদ্যোগে এই ছাত্রছাত্রীদের প্রাক-দোল উৎসব বা হোলি পালিত হল ।

প্রান্তিক কিশোর-কিশোরীদের বসন্তের রঙে রাঙাতে প্রাক-দোল উৎসব (নিজস্ব ভিডিয়ো)

মঙ্গলবার দুপুরে আসানসোলের পলাশডিহা গ্রামের ফিড ক্যাম্পাসে দোলের রঙিন উৎসব পালিত হল ওই প্রান্তিক শিশু-কিশোরদের নিয়ে । তারাই গান করল, নাচ করল, রঙবেরঙের ছবি আঁকল, আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠল । শেষে তাদের জন্য ছিল মুখরোচক ও পুষ্টিকর আহার ।

ফিডের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর কুন্ডু জানান, "শারীরিক ভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিক ভাবে সুস্থ থাকাটাও খুব জরুরি । এই প্রান্তিক পিছিয়ে পড়া পড়ুয়ারা যাতে মানসিক ভাবে সুস্থ থাকে সেই কারণে এই আনন্দ উৎসবগুলোর প্রয়োজন । ওই বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে । অন্যরাও এই ভাবে এগিয়ে এলে এই কিশোর-কিশোরীদের আরও মানসিক বিকাশ ঘটবে ।"

এই উদ্যোগে উচ্ছ্বসিত কচিকাঁচারা (নিজস্ব চিত্র)

বেসরকারি ওই কারখানার পক্ষ থেকে জানানো হয়, "এই সমস্ত গ্রামের ছাত্রছাত্রীরা সেই ভাবে হোলির আস্বাদ পায় না । তারা রঙ, পিচকারি কিছুই কিনতে পারে না । সেই কারণে ওদের জন্য এই আয়োজন । আমরা ওদের আনন্দ দেওয়ার পর নিজেরা হোলি খেলব । তাই এই উদ্যোগ ।"

গান, নাচ করে, আবির খেলে খুশি ছাত্রছাত্রীরা । দুই ছাত্রী ইটিভি ভারতকে জানায়, "আমরা এই ভাবে কখনও হোলি খেলিনি । আমরা আজ নাচ করেছি, গান করেছি, রঙ খেলেছি, খুব আনন্দ করেছি। ছোট ছোট কিশোর-কিশোরীদের মুখে ঔজ্জ্বল্য ও হাসি আজ বারেবারে যেন জানান দিয়েছে তারা কত খুশি ৷ আর তাই তাদের আহ্বান, "এই বসন্তে বারবার যেন তোমরা আমাদের এইভাবেই রাঙিয়ে দিয়ে যেও ।

ABOUT THE AUTHOR

...view details