পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যবসায় বাঙালির আগ্রহ ফেরাতে পৌষ মেলার আয়োজন জাতীয় বাংলা পরিষদের - JATIYA BANGLA PARISAD

যাদবপুরে বিবেকনগর কালীবাড়ির মাঠে চলছে এই মেলা ৷

Jatiya Bangla Parisad
ব্যবসায় বাঙালির আগ্রহ ফেরাতে পৌষ মেলার আয়োজন জাতীয় বাংলা পরিষদের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2025, 9:26 PM IST

Updated : Jan 11, 2025, 10:28 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: ব্যবসা, এই শব্দটার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু নামী নাম । যাদের বর্তমানে রমরমা বাজারে । কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছেন বাঙালিরাই । জাতীয় বাংলা পরিষদ এমনটাই মনে করে । তাই ব্যবসায় বাঙালির আগ্রহ বৃদ্ধি করতে প্রথমবারের জন্য পৌষমেলার আয়োজন করল জাতীয় বাংলা পরিষদ ।

গ্রাম বাংলা থেকে তারা বিভিন্ন ছোট-বড়-মাঝারি বাঙালি ব্যবসায়ীদের নিয়ে এই পৌষ মেলার আয়োজন করেছে । যাদবপুরে বিবেকনগর কালীবাড়ির মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে । চারদিনব্যাপী এই মেলা শুরু হয়েছে 9 জানুয়ারি। বিকােল 4টে থেকে রাত 10টা পর্যন্ত চলছে এই মেলা ।

পৌষ মেলার আয়োজন জাতীয় বাংলা পরিষদের (ইটিভি ভারত)

জাতীয় বাংলা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন । যারা বাংলা তথা বাঙালির অধিকারের কথা বলে । একাধিকবার তারা রাস্তায় নেমে মিছিল-মিটিং করেছে । কিন্তু আর কড়া ভাষায় নয়, এবার সবাইকে আনন্দ দিয়েই নিজেদের অধিকারের লড়াই বুঝিয়ে দিতে এই উদ্যোগ তাদের ।

যাদবপুরে পৌষ মেলার আয়োজন করেছে জাতীয় বাংলা পরিষদ (নিজস্ব চিত্র)

সংগঠনের সভাপতি ড. অরিন্দম বিশ্বাস বলেন, "বাঙালিরা ব্যবসা নিয়ে ভয় থাকে। কিন্তু ভয় না পেয়ে সেই সাহসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই আমরা বলছি । কারণ, বাঙালিরাই আগে ব্যবসা করত । অর্থব্যবস্থা শক্তিশালী না হলে একটা রাজ্য ভেঙে পড়বে । তাই বাঙালিদের সেই সাহস যুগিয়ে দেওয়া আমাদের এই মেলার মূল লক্ষ্য ।"

যাদবপুরে পৌষ মেলার আয়োজন করেছে জাতীয় বাংলা পরিষদ (নিজস্ব চিত্র)

পৌষমেলা মানে পিঠে-পুলি, তা যেমন এই মেলায় নজর কেড়েছে, তেমন আছে বিভিন্ন হাতে তৈরি জিনিস । শান্তিনিকেতন থেকেও বহু মানুষ এই মেলায় স্টল দিয়েছেন । এছাড়াও প্রতিদিন রাখা রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । তবে সব কিছুর মধ্যেই বাংলার ঐতিহ্যের ছাপ রয়েছে ।

যাদবপুরে পৌষ মেলার আয়োজন করেছে জাতীয় বাংলা পরিষদ (নিজস্ব চিত্র)

এই মেলার মাধ্যমে জাতীয় বাংলা পরিষদের সদস্যরা সম্মান জানাচ্ছেন বাংলার মনীষীদের । তবে আগামিদিনেও বাংলা তথা বাঙালির অধিকারের জন্য পথে থাকার আশ্বাস দিয়েছেন ড. অরিন্দম বিশ্বাস ৷

Last Updated : Jan 11, 2025, 10:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details