হুগলি, 18 ডিসেম্বর: বাংলা-ওড়িশার সীমানায় আলু বোঝাই ট্রাক আটকে দিচ্ছে প্রশাসন ! কিন্তু, কোন সরকারি ক্ষমতায় প্রশাসন ভিনরাজ্যে আলু রফতানি আটকাচ্ছে, এবার সেটাই জানতে চাইল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ৷ তাই বুধবার আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধি দল ওড়িশা সীমানায় যাচ্ছে ৷ প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ী সমিতি ৷
এ নিয়ে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, "বর্ডারে আলু আটকানো হচ্ছে কেন ? কী অর্ডার রয়েছে ? সেটাই খতিয়ে দেখতে আমরা যাচ্ছি ওড়িশা সীমানায় ৷ যথাযথ জবাব না-পেলে আমরা আন্দোলনে নামব ৷"
হুগলির হিমঘরে মজুত বস্তাবন্দি আলু ৷ (নিজস্ব ছবি) প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদকের কথায়, রাজ্যে যথেষ্ঠ পরিমাণ আলু মজুত আছে ৷ যা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অনায়াসে চলে যাবে ৷ এই পরিস্থিতিতে আগামী মাসে বাজারে নতুন আলু চলে আসবে ৷ তখন হিমঘরে মজুত পুরনো আলুর চাহিদা থাকবে না-বলে দাবি সংগঠনের ৷
তাঁর মতে, "রাজ্যে হিমঘরগুলিতে 4 লক্ষ মেট্রিক টনের উপর আলু রয়েছে ৷ 31 ডিসেম্বর পর্যন্ত আলু রাখার মেয়াদ ৷ তার মধ্যে হিমঘর খালি করতে হবে ৷ আমাদের হিসাবে এখনও 2 লক্ষ মেট্রিক টন আলু বাইরে পাঠানো সম্ভব ৷ কিন্তু, সরকার কোনও অর্ডার ছাড়াই আলু আটকে দিচ্ছে ৷ আমাদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না ৷"
কৃষকদের থেকে আলু সরাসরি ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে বলে দাবি সরকারের ৷ (নিজস্ব ছবি) কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিভাগীয় মন্ত্রী বলেছিলেন মঙ্গলবারের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হবে ৷ কিন্তু, কিছুই হয়নি ৷ বাকি যে পরিমাণ আলু রয়েছে, তা ভিনরাজ্যে পাঠানোর ছাড়পত্র দিক সরকার ৷ জানুয়ারিতে আরও আলু আমদানি হবে বাজারে ৷ এরপর পুরনো আলু অচল হয়ে যাবে ৷"
আর সাধারণ মানুষের প্রশ্ন, হিমঘরে যথেষ্ঠ আলু মজুত থাকলে, তার প্রভাব বাজারে কেন দেখা যাচ্ছে না ৷ বাজারে ঘুরে তো আলুর দাম কমার কোনও আশা মিলছে না !
এ নিয়ে আলু ব্যবসায়ীদেরই দায়ী করেছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ৷ তিনি অভিযোগ করেছেন, "কৃষকদের থেকে সব আলু এই মুহূর্তে ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছে ৷ তারাই পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছে ৷ ফলে আলু যথেষ্ঠ পরিমাণে মজুত থাকলেও, বাজারে দাম কমছে না ৷ এতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে ৷"
আর আলু ব্যবসায়ীদের ভিনরাজ্যে রফতানির দাবি নিয়ে তিনি বলেন, "ভিনরাজ্যে আলু যাওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি ৷ আলোচনার পর্যায় আছে ৷" উল্লেখ্য, মঙ্গলবারই ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ভিনরাজ্যে আলু রফতানি বন্ধ করার প্রতিবাদ জানিয়েছে ৷ সরকারের সিদ্ধান্তে তাদের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনের সহ-সভাপতি শুভজিৎ সাহা ৷ এমনকি সরকারের নির্ধারিত দামেই আলু বাজারে ছাড়ার কথাও বলতে শোনা যায় তাঁকে ৷