কলকাতা, ২১ জুন: ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনা দিতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে 144 ধারা জারি থাকার কথা জানিয়ে শুভেন্দুর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ ৷ এই নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের কাছ থেকেও এখনও ইতিবাচক সাড়া পাননি বিরোধী দলনেতা ৷ তাই শুক্রবার মামলার শুনানিতে ধরনা দেওয়ার জন্য বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হল শুভেন্দু অধিকারীর তরফে ৷ তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এ দিন আদালতে জানান, রাজভবনের সামনে যদি ধরনা দিতে না দেওয়া হয়, তাহলে ভবানী ভবনে ডিজি-র অফিসের সামনে অথবা নবান্নের সামনে করতে দেওয়া হোক তাদের ধরনা কর্মসূচি ৷ এ দিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মৌখিক ভাবে এই প্রস্তাব দিয়েছেন বিরোধী দলনেতার আইনজীবী ৷
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধরনা দেওয়ার জন্য যে আবেদন কলকাতা পুলিশের কাছে করেছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে গত বছরের অক্টোবরে তৃণমূলের একটি ধরনা কর্মসূচির উল্লেখ ছিল ৷ রাজভবনের সামনেই সেই কর্মসূচি হয়েছিল ৷ শুভেন্দুও একই জায়গায় ধরনা দিতে চেয়েছিলেন ৷ কলকাতা পুলিশ সেই আবেদন বাতিল করে দেওয়ার পর আদালতে অনুমতি চেয়ে করা আবেদনেও একই যুক্তি দেখানো হয় শুভেন্দুর পক্ষ থেকে ৷
তবে এর আগের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন যে কেন তৃণমূলের তরফে দেওয়া ধরনাস্থলকেই নিজেদের কর্মসূচির জন্য বেছে নিচ্ছে বিজেপি ? এই নিয়ে শুভেন্দুর আইনজীবী একাধিক যুক্তি দিয়েছিলেন ৷ তবে বিচারপতি তাঁদের বিকল্প ধরনাস্থল বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ সেই মতোই শুক্রবারের শুনানিতে বিকল্প ধরনাস্থলের প্রস্তাব বিরোধী দলনেতার আইনজীবীর তরফে দেওয়া হল ৷ এ দিন মামলার শুনানি থাকলেও পূর্ণাঙ্গ শুনানি হয়নি । মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা ।