কলকাতা, 31 মে: ভোট এলেই ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে কম বিতর্ক হয় না । বিশেষ করে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বারবার রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষেই সওয়াল করতে দেখা গিয়েছে । তবে সপ্তম তথা শেষ দফার নির্বাচনের আগে দমদম লোকসভার অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিআরসি এপিসি কলেজে ভোট কর্মীদের সঙ্গে কথা বলে অন্য ছবি পাওয়া গেল । তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনী আছে বলেই নিশ্চিন্তে ভোট করতে যাচ্ছেন তাঁরা ৷ কিছু হলে সামলে নেবে কেন্দ্রীয় বাহিনী। এই ভরসাতেই রয়েছেন ভোট পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা ৷"
মধ্যমগ্রাম স্টেশন থেকে এপিসি কলেজগামী অটোতে যেতে যেতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোট কর্মী বললেন, "উত্তর দমদমে ভোটের কাজ পড়েছে ৷ এখানে কী খুব ঝামেলা হয়! ফিরে যেতে পারব তো !" একই প্রশ্ন তাঁর মত আরও অনেকের । যদিও ক্যামেরার সামনে আসতে চাননি তাঁরা । কিন্তু সকলের কথা শুনে একটা বিষয় স্পষ্ট ৷ সকলের মনেই রয়েছে নির্বাচনী হিংসা নিয়ে শঙ্কা । খড়দাগামী এক ভোট কর্মীর প্রশ্ন, "খড়দায় ভোট কেমন হয়!" এবার আর চুপ করে থাকতে পারেননি অটোচালক । তিনি বলেন, "খড়দা, টিটাগড়ের নাম শোনেন নি আপনি ? বিখ্যাত জায়গা ৷ এমন কোনও ভোট নেই সেখানে হিংসা হয় না ।"