জাঙ্গিপাড়া, 20 মে: হুগলির জাঙ্গিপাড়ার ঘটনায় শুরু রাজনৈতিক তরজা ৷ আইটিবিপি'র জওয়ান আটকের ঘটনায় একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে ফের সন্দেশখালির প্রসঙ্গ টেনে তৃণমূলকে পালটা আক্রমণ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷ জাঙ্গিপাড়ার গ্রামে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে কী ঘটেছিল, সেই বিষয়ে স্থানীয়দের সঙ্গে বিস্তারিত কথা বলেন তিনি ৷ এরপরই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনীর অফিসারগুলো তফসিলি জাতি-উপজাতির মহিলােদর উপর অত্যাচার করছেন ৷ অথচ ওনার ফোর্স এই ধরনের ঘটনা ঘটানো সত্ত্বেও একবার খোঁজ নেননি প্রধানমন্ত্রী ৷"
সন্দেশখালির প্রসঙ্গ টেনে কল্যাণের কটাক্ষ, "দিনে তিনবার রেখা পাত্রকে ফোন করেন তিনি ৷ অথচ মণিপুর বা বাংলা, কোথাও একবারও ফোন করে খবর নেওয়ার প্রয়োজন করেন না তিনি ৷" সেইসঙ্গে সিপিএম প্রার্থীকেও আক্রমণ করেন তিনি ৷ নাম না-করে দীপ্সিতা ধরকে কটাক্ষ করে কল্যাণ বলেন, "কোথায় গেলেন সিপিএমের মহিলা প্রার্থী? নারী সুরক্ষা নিয়ে এত কথা বলেন তিনি ৷ কিন্তু আজ কোথায় তিনি! কিছু করতে পারবেন না ৷ বরং যে দলের সঙ্গে যুক্ত, নিজের সুরক্ষা ঠিক করে রাখুন ৷"