পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় বুদ্ধদেবকে, বললেন মমতা - Buddhadeb Bhattacharjee Passes Away

Buddhadeb Bhattacharjee Passes Away: 80 বছর বয়সে বৃহস্পতির সকালে জীবনাবসান হয় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা ৷ কমরেডের প্রয়াণে সিপিএম নেতা মহম্মদ সেলিমও শোকজ্ঞাপন করেন ৷

Buddhadeb Bhattacharjee Passes Away
বুদ্ধদেব ভট্টাচার্য (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 12:11 PM IST

Updated : Aug 8, 2024, 3:54 PM IST

কলকাতা, 8 অগস্ট: চিরঘুমের দেশে বৃহস্পতির সকালে পাড়ি দেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য ৷ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই আজ তাঁর দেহবসান হয় ৷ কমরেডের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও শোকজ্ঞাপন করেন ও জানিয়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান হবে শুক্রবার ৷

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় বুদ্ধদেববাবুকে (ইটিভি ভারত)

এই মুহূর্তে দলীয় সকলে উপস্থিত হয়েছেন তাঁর বাড়িতে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ আজ রাজ্যে পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করেছেন মমতা ৷ পাম অ্য়াভিনিউয়ে বাড়িতে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেববাবুর সন্তান সুচেতন ভট্টাচার্যকে পাশে নিয়ে বলেন, "যতবার হাসপাতালে ভর্তি হয়েছি আমি দেখতে গিয়েছি ৷ ওনার বাড়িতেও এসেছি বহুবার ৷ অনেক গল্প হয়েছে ওনার সঙ্গে ৷ বারবার মনে পড়ছে সাদা দাড়িওয়ালা মুখটা ৷ ভীষণ খারাপ লাগছে ৷ তাঁর আত্মা শান্তি পাক ৷ বারবার তিনি ফিরে আসুক এই বাংলার মাটিতে ৷ রাজনীতি এক জায়গায় আর মানবিকতা আরেক জায়গায় ৷ রাজনৈতিক সৌজন্যতা সবার উপরে ৷"

তিনি আরও বলেন, "গান স্যালুট দেওয়া হবে তাঁকে ৷ আজ পূর্ণ দিবস ছুটি ৷ "আমি বলব, পিস ওয়ার্ল্ডে তাঁকে না-রেখে যেন রবীন্দ্র সদনে রাখা হয় ৷ যদিও তাঁর পরিবার ও দল এ নিয়ে সিদ্ধান্ত নেবেন ৷ বিধানসভাতেও তাঁকে যেন নিয়ে যাওয়া হয় ৷ স্পিকারও অনেকবার ফোন করে একথা বলেছেন ৷ মীরাদেবী আজ বলছিলেন, সকালে খাওয়া-দাওয়ার পরই শ্বাসকষ্ট হয় ৷ তারপরই তিনি দেহ রাখেন ৷ পরিবারকে সমবেদনা জানাচ্ছি ৷ আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি তাঁর আত্মা শান্তি পাক ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এদিন তাঁর বাসভবনে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য ৷ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষও শোকবার্তা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবুকে ৷ বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফ্ল্যাটের নীচে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলেন প্রদীপ ভট্টাচার্য। শুক্রবার সিপিএম রাজ্য দফতরে গিয়ে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রদেশ কংগ্রেসের নেতারা।

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ছবি পোস্ট করে শোকবার্তা জ্ঞাপন করেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ধনকড় লেখেন, "দুঃখজনক মৃত্যু সম্পর্কে জানতে পেরে শোকাহত ৷ পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে অনেক সময় আমি তাঁর বিজ্ঞ রাষ্ট্রনায়ক পরামর্শের সুফল পেয়েছি। পরিবারের সকল সদস্য ও স্বজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।"

দলীয় কর্মী-সমর্থকরাও আসতে শুরু করেছেন বাড়িতে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্রও আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয় থেকে সকালেই চলে যান সেখানে। প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রমর্তীও এদিন বুদ্ধদেববাবুর বাসভবনে যান ৷ বলেন, "অগস্ট মাস আমাদের অনেক সঙ্গীকে কেড়ে নিয়েছে ৷ আজ আমরা ফের অভিভাবকহারা হলাম ৷"

Last Updated : Aug 8, 2024, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details