কলকাতা, 8 অগস্ট: চিরঘুমের দেশে বৃহস্পতির সকালে পাড়ি দেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য ৷ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই আজ তাঁর দেহবসান হয় ৷ কমরেডের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও শোকজ্ঞাপন করেন ও জানিয়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান হবে শুক্রবার ৷
এই মুহূর্তে দলীয় সকলে উপস্থিত হয়েছেন তাঁর বাড়িতে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ আজ রাজ্যে পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করেছেন মমতা ৷ পাম অ্য়াভিনিউয়ে বাড়িতে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেববাবুর সন্তান সুচেতন ভট্টাচার্যকে পাশে নিয়ে বলেন, "যতবার হাসপাতালে ভর্তি হয়েছি আমি দেখতে গিয়েছি ৷ ওনার বাড়িতেও এসেছি বহুবার ৷ অনেক গল্প হয়েছে ওনার সঙ্গে ৷ বারবার মনে পড়ছে সাদা দাড়িওয়ালা মুখটা ৷ ভীষণ খারাপ লাগছে ৷ তাঁর আত্মা শান্তি পাক ৷ বারবার তিনি ফিরে আসুক এই বাংলার মাটিতে ৷ রাজনীতি এক জায়গায় আর মানবিকতা আরেক জায়গায় ৷ রাজনৈতিক সৌজন্যতা সবার উপরে ৷"
তিনি আরও বলেন, "গান স্যালুট দেওয়া হবে তাঁকে ৷ আজ পূর্ণ দিবস ছুটি ৷ "আমি বলব, পিস ওয়ার্ল্ডে তাঁকে না-রেখে যেন রবীন্দ্র সদনে রাখা হয় ৷ যদিও তাঁর পরিবার ও দল এ নিয়ে সিদ্ধান্ত নেবেন ৷ বিধানসভাতেও তাঁকে যেন নিয়ে যাওয়া হয় ৷ স্পিকারও অনেকবার ফোন করে একথা বলেছেন ৷ মীরাদেবী আজ বলছিলেন, সকালে খাওয়া-দাওয়ার পরই শ্বাসকষ্ট হয় ৷ তারপরই তিনি দেহ রাখেন ৷ পরিবারকে সমবেদনা জানাচ্ছি ৷ আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি তাঁর আত্মা শান্তি পাক ৷"