পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শব্দ দূষণের প্রতিবাদ করে মদ্যপ যুবকদের মারে জখম পুলিশকর্মী, ধৃত 9 - ATTACK ON POLICE

রাস্তা আটকে গাড়িতেই জোরে ডিজের মাইক বাজাতে বারণ করায় পুলিশের উপর হামলার অভিযোগ ৷ এই ঘটনায় 9 মদ্যপ যুবককে আটক করেছে পুলিশ ৷

Attack on Police
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2025, 12:37 PM IST

দেওয়ানদিঘি (পূর্ব বর্ধমান), 11 জানুয়ারি: পিকনিক থেকে ফেরার পথে পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে । পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলও ছোঁড়া হয় বলেও অভিযোগ । ঘটনায় এক পুলিশ কর্মী জখম হয়েছেন । এই ঘটনায় ন'জন যুবককে আটক করেছে পুলিশ ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘি এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের দেওয়ানদিঘি থানার কুড়মুন গ্রামের তালবোনা কালিতলা এলাকার বেশ কিছু যুবক পিকনিক করতে গিয়েছিলেন । রাতে তাঁরা পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন । সেই সময় বর্ধমান নবদ্বীপ রোডের উপরে কুড়মুন বাজারের কাছে তাঁরা রাস্তা আটকে গাড়িতেই জোরে ডিজের মাইক বাজাতে থাকেন । ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে কুড়মুন পুলিশ ক্যাম্পের এক অফিসার ও কনস্টেবল সেখানে যান । পুলিশ আধিকারিকরা যুবকদের ডিজের শব্দ কমাতে বলেন ।

অভিযোগ, যুবকেরা শব্দ না কমিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু করেন । এরপর পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁদের । যুবকেরা পুলিশকে গালাগালি দিতে শুরু করেন । তারপরেই ওই যুবকেরা পুলিশের উপরে চড়াও হন এবং তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন বলে অভিযোগ । যুবকরা মদ্যপ ছিলেন বলে জানা গিয়েছে ।

এই হামলায় এক পুলিশকর্মী আহত হন । তাঁর কপালে ও নাকে আঘাত লাগে । তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে রাতেই দেওয়ানদিঘি থানার পুলিশ বাহিনী ওই এলাকায় যায় । অভিযুক্তদের আটক করে পুলিশ । ডিজে মাইক-সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, "একদল যুবক পিকনিক থেকে ফেরার পথে খুব জোরে মাইক বাজাচ্ছিল । তারা রাস্তা আটকে মাইক বাজাতে থাকে । ফলে বর্ধমান নবদ্বীপ রোডে ব্যাপক যানজট তৈরি হয় । খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গাড়ি সরিয়ে নিতে বলে । তাদের বলা হয় ডিজের সাউন্ড কমানোর জন্য । কিন্তু ওই যুবকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে । এক পুলিশকর্মী তাতে আহত হন । ঘটনায় ন'জন যুবককে পুলিশ আটক করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details