সালার (মুর্শিদাবাদ), 18 মে:লোকসভা নির্বাচন মিটতেই ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের সালার থানার উঁজুনিয়া গ্রামে ৷ অভিযোগ, এ দিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর-2 ব্লকের প্রাক্তন সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনের সিজারের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি করে । বোমাবাজির খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । সেই সময় বোমার আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছেন বলে সূত্রের খবর । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তাঁর বাড়িতে ব্যাপক বোমাবাজিতে সরাসরি অভিযোগ করেছেন বর্তমান ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ।
প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজহারউদ্দিন সিজারের দাবি, শাসকদলের ব্লক সভাপতির অত্যাচারে প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি ৷ তাঁর কথায়, এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । যদি ওঁনার কিছু হয় তার জন্য দায়ী থাকবেন মুস্তাফিজুর রহমান বলে দাবি করেন সিরাজ ৷ তিনি এও জানান, মুস্তাফিজুরের বিরুদ্ধে অনেক কুকর্মের তালিকা রয়েছে । এইভাবে প্রাণনাশের হুমকি দেওয়ায় এবং পরিস্থিতি সরগরম করায় রীতিমতো তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিয়েছেন সিজার ।