পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি, সালারে জখম এক পুলিশকর্মী - Bombing in Murshidabad - BOMBING IN MURSHIDABAD

Bombing in Salar: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজিতে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের সালারে ৷ ঘটনায় আহত হয়েছেন সালার থানার এক পুলিশকর্মী ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের বর্তমান ব্লক সভাপতি ৷

Bombing in Murshidabad
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 5:28 PM IST

বোমাবাজি সালারে আহত এক পুলিশকর্মী (ইটিভি ভারত)

সালার (মুর্শিদাবাদ), 18 মে:লোকসভা নির্বাচন মিটতেই ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের সালার থানার উঁজুনিয়া গ্রামে ৷ অভিযোগ, এ দিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর-2 ব্লকের প্রাক্তন সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনের সিজারের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি করে । বোমাবাজির খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । সেই সময় বোমার আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছেন বলে সূত্রের খবর । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তাঁর বাড়িতে ব্যাপক বোমাবাজিতে সরাসরি অভিযোগ করেছেন বর্তমান ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ।

প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজহারউদ্দিন সিজারের দাবি, শাসকদলের ব্লক সভাপতির অত্যাচারে প্রাণনাশের আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি ৷ তাঁর কথায়, এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন । যদি ওঁনার কিছু হয় তার জন্য দায়ী থাকবেন মুস্তাফিজুর রহমান বলে দাবি করেন সিরাজ ৷ তিনি এও জানান, মুস্তাফিজুরের বিরুদ্ধে অনেক কুকর্মের তালিকা রয়েছে । এইভাবে প্রাণনাশের হুমকি দেওয়ায় এবং পরিস্থিতি সরগরম করায় রীতিমতো তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিয়েছেন সিজার ।

তিনি বলেন, "আমাকে বারবার খুন করার চেষ্টা করা হচ্ছে ৷ এসবের পিছনে রয়েছে মুস্তাফিজুর রহমান ৷ বিভিন্ন জায়গায় অশান্তি ছড়াচ্ছেন তিনি ৷ আমি তার প্রতিবাদ করেছি ৷ প্রতিরোধের কন্ঠকে দমানোর চেষ্টা করছেন তিনি ৷ তাই আমার উপর হামলা চালানো হচ্ছে ৷ আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছে ৷ আমি এতে খুন হতে পারতাম ৷ আমি ওসিকে এ বিষয়ে জানিয়েছি ৷" তবে এই বিষযে মুস্তাফিজুরকে প্রশ্ন করা হলে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নাকোচ করে দেন ৷ তাঁর পালটা দাবি, এই বোমাবাজির ঘটনায় তাঁর কোনও হাত নেই ।

আরও পড়ুন:

  1. রেজিনগরের পর বেলডাঙা, ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণ ! উড়ল বাড়ির চাল
  2. রেজিনগরে বোমা বিস্ফোরণ! উদ্ধার 24টি তাজা বোমা
  3. মুর্শিদাবাদ ইস্যুতে কড়া কমিশন, বেলডাঙা বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব

ABOUT THE AUTHOR

...view details