কলকাতা, 26 ফেব্রুয়ারি: মধ্যমগ্রামের খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের হাতে ৷ এই ঘটনায় ধৃত মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, রবিবার সন্ধ্যায় ফাল্গুনী ঘোষ তার পিসি শাশুড়িসুমিতা ঘোষকে হত্যা করে ৷ এরপর মা-কে সঙ্গে নিয়ে বউবাজারে আসে ৷ সোনার গয়না বানানোর জন্য আগাম টাকা জমা করে একটি দোকানে ৷
এই টাকা কোথা থেকে এল ? তদন্তকারীরা জানিয়েছেন, জেরায় ধৃত মা-মেয়ে পুলিশকে বলে, পিসি শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 3 লক্ষ টাকা ছিল ৷ কিছুদিন আগে এটিএম কার্ডের পাসওয়ার্ড পরিবর্তন করেছিল ফাল্গুনী এবং আরতি ৷ রবিবার খুনের পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 25 হাজার টাকা তুলে নেয় তারা ৷ পরে ধাপে ধাপে আরও কয়েক হাজার টাকা সেখান থেকে তোলা হয় ৷ সোমবার সকালে মা-মেয়ে মধ্যমগ্রাম থেকে কলকাতার বড়বাজারে আসে ৷
সেখান থেকে প্রথমে একটি বড় ট্রলি ব্যাগ কেনে ৷ পাশাপাশি প্রচুর পরিমাণে পাউডারও কেনা হয় ৷ বাড়িতে এসে দেহটি খণ্ডখণ্ড টুকরো করে ওই বড় ট্রলি ব্যাগে ঢুকিয়ে রাখা হয় ৷ এর সঙ্গে দেহের উপর পাউডার ছড়িয়ে দেওয়া হয়, যাতে পচা গন্ধ না বেরয় ৷ ধৃত মা ও মেয়েকে জেরা করে তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, তারা ছক কষেছিল, মৃত পিসি শাশুড়ির দেহ লোপাট করার পর মধ্যমগ্রামের বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় এবং গেস্ট হাউজে আত্মগোপন করে থাকবে ৷ এর জন্য আগে থেকে মৃত পিসি শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে টাকা তুলে নিয়েছিল ফাল্গুনী ও আরতি ঘোষ ৷
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই বিষয়ে বলেন, "ধৃত মা ও মেয়েকে এখন একসঙ্গে বসিয়ে জেরা করা হচ্ছে ৷ পরে তাদের পৃথক পৃথক বসিয়ে জেরা করা হবে ৷ তাতে অনেক নতুন নতুন তথ্য সামনে আসতে পারে ৷"
মঙ্গলবার সকালে উত্তর কলকাতার আহিরীটোলা ঘাটে বিশালাকার ট্রলি ব্যাগ হাতে ধরা পড়ে মা ও মেয়ে ৷ পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায় ৷ জেরার মুখে তারা স্বীকার করে, টাকার জন্য পিসি শাশুড়িকে খুন করে। তারপর সেই দেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে গঙ্গার ঘাটে ফেলতে এসেছিল ৷ গতকালের পর এদিনও কলকাতা পুলিশের হোমিসাইডের গোয়েন্দারা এবং কলকাতা পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা মধ্যমগ্রামে বিদেশপল্লীর বাড়িতে যান ৷ সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ৷