সন্দেশখালি, 25 ফেব্রুয়ারি: মাথার উপর থেকে দলের হাত সরতেই শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ ৷ গণরোষ থেকে বাঁচতে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে ছিলেন এই তৃণমূল নেতা ৷ গ্রামবাসীদের রোষের জেরে ঘরবন্দি ওই তৃণমূল নেতাকে সেখান থেকে কিছুতেই বের করা যাচ্ছিল না ৷ শেষে সন্ধ্যায় বিশাল বাহিনী নিয়ে এসে পুলিশের শীর্ষ কর্তারা ফেরার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ অজিত মাইতিকে বের করে থানায় নিয়ে যান ৷
বেড়মজুর অঞ্চলের প্রভাবশালী এই তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে রবিবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মহিলারা ৷ ঝাঁটা, লাঠি হাতে নিয়ে তাঁকে ধাওয়াও করেন অনেকে ৷ জনরোষের মুখে পড়ে শেষে কোনওক্রমে পালিয়ে বেড়মজুর গ্রামের ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঢুকে পড়েন অজিত ৷ বারবার তাঁকে সেখান থেকে বেরিয়ে আসার কথা বলা হলেও মার খাওয়ার ভয়ে সেই সাহস পাননি অজিত ৷
শেষমেশ পুলিশ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতিকে আটক করে পরিস্থিতি সামাল দেয় ৷ এই অজিত মাইতির বিরুদ্ধেই জোর করে জমি দখল এবং জুলুমবাজির অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা ৷ সেই অভিযোগ ঘিরে এদিন সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছে সন্দেশখালির বেড়মজুর অঞ্চল ৷ স্থানীয় সূত্রে খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর অজিত মাইতি তৃণমূলে যোগ দেন ৷ এরপরই শাহজাহান এবং তাঁর ভাই সিরাজউদ্দিনের কাছের মানুষ হয়ে ওঠেন ৷ দ্রুত পার্টিতে তাঁর উত্থান হয় ৷ বেড়মজুর অঞ্চলে তৃণমূলের সম্পাদকের দায়িত্ব পান ৷ তারপর থেকেই এলাকায় অজিতের দৌরাত্ম্য আরও বাড়তে শুরু করে বলে অভিযোগ ৷ তাঁর দাপটে সবসময় ভয়ে ভয়ে থাকতেন গ্রামবাসীরা ৷ ভয়ে মুখ খোলার সাহস ছিল না কারও ৷
সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শাহজাহান এবং তাঁর 'দোসর' সিরাজউদ্দিন এলাকা ছাড়তেই গ্রামবাসীদের যাবতীয় ক্ষোভ এসে পড়েছে এই তৃণমূল নেতার উপর ৷ রোষের মুখে পড়ে কখনও মারধর, আবার কখনও পালিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতিকে ৷ শেষমেশ পুলিশের হাতে আটক হতে হল তাঁকে ৷ স্থানীয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশের পদস্থ কর্তারা ৷ পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে জমি দখলের বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে ৷ সেই অভিযোগ এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখে সত্যতা মিললে তৃণমূল নেতা অজিত মাইতিকে গ্রেফতার করা হতে পারে ৷ সেই সম্ভবনাই বাড়ছে ক্রমশ ৷
আরও পড়ুন:
- সন্দেশখালির সভা দিয়েই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু তৃণমূলের, ঘোষণা মন্ত্রীর
- বকলমে হাইকোর্ট শাহজাহানকে আগলে রেখেছে ! দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
- দিন বদলের সম্ভাবনা! 6 মার্চের পরিবর্তে 8 তারিখ বারাসতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী