পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিপিআইএমের লালবাজার অভিযানে উত্তেজনা, আটক 14 - CPIM Lalbazar Abhijan

CPIM Lalbazar Abhijan: সিপিআইএমের লালবাজার অভিযান আটকে দিল পুলিশ ৷ ব্যারিকেড করে বেন্টিঙ্ক স্ট্রিটে সিপিআইএম কর্মী, সমর্থকদের আটকে দেওয়া হয় ৷ খাঁচার ধাঁচে তৈরি লোহার রেলিং দিয়ে গার্ডরেল দেওয়া হয়েছিল সিপিআইএমের এই মিছিল আটকাতে ৷

CPIM in Lalbazar Abhijan
সিপিআইএমের লালবাজার অভিযানে উত্তেজনা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 6:55 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডে কলকাতার পুলিশের নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সিপিআইএমের লালবাজার অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়াল ৷ অভিযানের মূল মিছিলকে বেন্টিঙ্ক স্ট্রিটে আটকে দেয় পুলিশ ৷ তবে, পুলিশের বাধা পেয়ে লালবাজারের পিছন দিকের গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন কয়েকজন সিপিআইএম কর্মী ৷ সেই সময় 14 জনকে আটক করে পুলিশ ৷ যদিও, কিছুক্ষণের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷

সিপিআইএমের লালবাজার অভিযানে উত্তেজনা (নিজস্ব ভিডিয়ো)

জানা গিয়েছে, ওই 14 জন সিপিআইএম কর্মী নগরপাল বিনীত গোয়েলের অপসারণ-সহ আরজি কর-কাণ্ডের প্রতিবাদপত্র লালবাজারের দেওয়ালে আটকাতে যান ৷ সেই সময় তাঁদের আটক করে পুলিশ ৷ উল্লেখ্য, এ দিন সিপিআইএমের এই মিছিলকে লালবাজার থেকে অনেকটা দূরে বেন্টিঙ্ক স্ট্রিটেই আটকে দেয় পুলিশ ৷ লোহার খাঁচার আকৃতির ব্যারিকেড দিয়ে মিছিল আটকানো হয় ৷ সেই বিশালাকার ব্যারিকেডের উপরে বেশ কয়েকজন সিপিআইএম কর্মী উঠেও পড়েন ৷

তবে, সেগুলি টপকে সামনের দিকে এগোতে পারেননি বাম কর্মী, সমর্থকরা ৷ এই পরিস্থিতিতে ওই 14 জন সিপিআইএম কর্মী নিজেদের দাবিপত্র নিয়ে লালবাজারের পিছন দিকের গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন ৷ কিন্তু, সেখানেও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ সঙ্গে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল পুলিশ ৷ সেই ব্যারিকেডের পাশ দিয়ে ওই 14 জনকে ভিতরে ঢুকে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতিও দেয় পুলিশ ৷ কিন্তু, লালবাজারের দেওয়ালে নগরপালের পদত্যাগ-সহ আরজি কর-কাণ্ডে একাধিক দাবি সংক্রান্ত পোস্টার আটকানোর চেষ্টা করেন তাঁরা ৷ তখনই তাঁদের আটক করা হয় ৷

এ নিয়ে মূল মিছিল থেকে মহম্মদ সেলিম হুঁশিয়ারি দেন, "দ্রুত 14 জন সিপিআইএম কর্মীকে ছাড়তে হবে ৷ তা-না হলে, অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব আমরা ৷" তবে, তার কিছুক্ষণের মধ্যেই ওই 14 জনকে ছেড়ে দেওয়া হয় ৷ আরজি কর-কাণ্ডে আগামী 14 সেপ্টেম্বর বামেরা তাদের পরবর্তী কর্মসূচির দিন নির্ধারণ করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details