পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালতের অনুমতি ছাড়া হিরণকে গ্রেফতার করতে পারবে না পুলিশ : কলকাতা হাইকোর্ট - Hiran Chatterjee - HIRAN CHATTERJEE

Cal HC on Hiran Chatterjee: দেবের কণ্ঠস্বর নকল করে অডিয়ো ভাইরাল করার মামলায় বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়কে গ্রেফতারি নিয়ে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি কবে হবে তাও জানাল আদালত ৷

Hiran Chatterjee
হিরণের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 5:16 PM IST

কলকাতা, 10 জুন: আদালতের অনুমতি ছাড়া বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে না পুলিশ ।
ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের গলার স্বর নকল করে ভিডিয়ো ভাইরাল করার অভিযোগ ওঠে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । সোমবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আদালতের নির্দেশ ছাড়া পুলিশ হিরণকে গ্রেফতার করতে পারবে না । এই মামলার পরবর্তী শুনানি হবে 27 জুন ৷

এই বিষয়ে হিরণের আইনজীবীর বক্তব্য, গলার স্বর পরীক্ষা নিরীক্ষা না করেই পুলিশ অভিযোগ দায়ের করে । যার সর্বোচ্চ সাজা 7 বছর । সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, যাঁদের বিরুদ্ধে 7 বছর কম সাজা পেতে পারে এমন অভিযোগ রয়েছে তাদের গ্রেফতার করা যাবে না ।

চাকরির বিনিময়ে 9 লাখ ! ভাইরাল অডিয়ো দেখিয়ে দেবের বিরুদ্ধে সিবিআই তদন্ত চান হিরণ

সরকার পক্ষের আইনজীবী জানায়, পুলিশ ভয়েস স্যাম্পেল টেস্ট করতে দিয়েছে সিএফএসএলে । দ্রুত রিপোর্ট আসবে । পুলিশের পক্ষ থেকে একটি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে । তদন্তের উপর কোনও স্থগিতাদেশ না দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ । বিচারপতি অমৃতা সিনহা সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন । সিএফএসএলের রিপোর্ট এলে ফের মামলার শুনানি হবে ।

উল্লেখ্য, 9 জুন ভুয়ো অডিয়ো ক্লিপ ছড়ানোর অভিযোগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক তমোঘ্ন দে'র বাড়িতে তল্লাশি চালায় ঘাটাল থানার পুলিশ । সেই সময় তৃণমূল প্রার্থী দেব ও তাঁর সহকারী রামপদ মান্নার বিরুদ্ধে ঘনঘন অডিয়ো ভাইরাল হচ্ছিল ৷ এই ঘটনায় পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে হিরণের আপ্ত সহায়ক তমোঘ্ন ওই অডিয়োর কণ্ঠস্বর বদল করে ছড়িয়েছে । তথ্যপ্রযুক্তি প্রতারণা আইনে মামলা হয় । বাধ্য হয়ে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ । গত 24 মে বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চে মামলাটি উঠলে তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এবার ফের নির্দেশ দেওয়া হল ৷

রাত 3টেয় আপ্ত সহায়কের বাড়িতে পুলিশি হানা ! যেন পাক জঙ্গি ঢুকেছে, কটাক্ষ হিরণের

ABOUT THE AUTHOR

...view details