পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন, পরিবারের পাশে পুলিশ - Congress Worker Murder Case

Police Arrests Three More Accused: জলপাইগুড়ির কংগ্রেস কর্মী খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হল। এর আগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

Police Arrests Three More Accused
গণপিটুনির প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 9:59 PM IST

ময়নাগুড়ি, 27 জুলাই:কংগ্রেস কর্মী মানিক রায়ের খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হল ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ি ও ধুপগুড়ি থেকে অমর দাস, মাধব রায় ও সবিতা রায়কে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পাশাপাশি দুষ্কৃতী-তাণ্ডবে ভেঙে যাওয়া বাড়িটি নতুন করে তৈরির ব্যবস্থাও করল পুলিশ ৷ পুলিশের এই মানবিক আচরণ স্বভাবইত প্রশংসা কুড়িয়েছে ৷

ময়নাগুড়ি থানার আইসি সুবল চন্দ্র ঘোষ বলেন, "বাড়িটি ভেঙে দেওয়া হয়েছিল ৷ সেখানে থাকার মতো কোনও পরিস্থিতি ছিল না ৷ তাই একটু ছাদের ব্যবস্থা করে দেওয়া হল ৷ এছাড়া স্বপ্না রায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷"

ঘটনার সূত্রপাত বহু দিন আগে। অভিযোগ, ময়নাগুড়ির খাগড়াবাড়ির হঠাৎ কলোনির বাসিন্দা মানিক রায়ের সঙ্গে গত কয়েক বছর ধরে স্থানীয় কয়েকজনের গোলমাল চলছিল । পারিবারিক বিবাদকে নিয়ে মামলাও দায়ের হয়েছিল। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগও সমানে চলছিল ৷ তার অভিঘাত এতটাই যে কয়েক বছর আগে মানিকের বাড়িতে প্রতিবেশীরা চড়াও হয়ে তাঁর বাড়ি ভাঙচুর করে পরিবারকে ভিটেমাটি ছাড়া করে দেয় ।

মানিকের পরিবার শিলিগুড়িতে ভাড়া বাড়িতে গিয়ে থাকতে শুরু করে ৷ এরপর দীর্ঘ কয়েক বছর পর ফের মানিক পরিবার নিয়ে গত 21 জুলাই ময়নাগুড়ির বসত ভিটেতে ফিরে আসেন ৷ তারপর আবারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷

এরপর প্রাণ সংশয় আছে বলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা মানিক। ময়নাগুড়ির বিডিওকে লিখিত অভিযোগও করেছিলেন তিনি ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না । 24 তারিখ রাতে মানিককে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে পেটানো হয় বলে অভিযোগ । খবর পেয়ে পুলিশ মানিককে উদ্ধারকে করে হাসপাতালে পাঠায় ৷ সেখানে মৃত্যু হয় মানিক রায়ের ৷ এরপর পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে ৷ এবার আরও তিনজনকে গ্রেফতার করা হল ৷

ABOUT THE AUTHOR

...view details