পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে সক্রিয় জামতাড়া গ্যাং, পুলিশের জালে 3; উদ্ধার 8টি মোবাইল - Jamtara Gang In Asansol - JAMTARA GANG IN ASANSOL

Jamtara Gang: পুলিশের জালে জামতাড়া গ্যাংয়ের 3 দুষ্কৃতী ৷ মঙ্গলবার ধৃতদের গ্রেফতার করেছে হীরাপুর থানার পুলিশ ৷ তদের কাছ থেকে 8টি মোবাইল ফোন, লক্ষাধিক টাকা, 8টি ডেবিট কার্ড, 2টি ক্রেডিট কার্ড এবং একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে ।

Jamtara Gang
ধৃত জামতাড়া গ্যাংয়ের 3 সদস্য (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 1:27 PM IST

আসানসোল, 13 জুন:একটু অসাবধান হলেই বিপদ! ব্যাস্ত সময়ে হঠাৎই মোবাইলে ফোন, ব্যাংক আধিকারিক বা গ্যাস অফিস থেকে পরিচয় দিয়ে অন্য প্রান্তের থাকা ব্যক্তি আপনার থেকে ওটিপি জানতে চাইবে ৷ তা বলে দিলেই নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে সব টাকা ৷ এই সব কিছুই জামতাড়া গ্যাংয়ের কারসাজি ৷ পুলিশের পক্ষ থেকে সচতেন করলেও আরও নতুন উপায়ে সক্রিয় হয়ে উঠছে জামতাড়া গ্যাং ৷

মঙ্গলবার আসানসোলে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল হীরাপুর থানার পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের ষষ্ঠী নগরে একটি বাড়ি ভাড়া নিয়ে এই গ্যাং তাদের অপারেশন চালাত। গোপনসূত্রে খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ সেখানে হানা দেয়। 3 জনকে গ্রেফতার করে ৷ পুলিশ তাদের হাতে নাতে ধরে। এই দলে আরও লোকজন থাকতে পারে বলে অনুমান পুলিশের ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রদুম যাদব, সন্তোষ যাদব ও বিনয় পাত্র। ধৃত প্রদুম ও সন্তোষ ঝাড়খন্ডের জামতাড়ার নারায়নপুর থানার পাত্রডিহি গ্রামের বাসিন্দা। ধৃত বিনোদ জামুড়িয়া এলাকার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসবাদ চলছে ৷ এই দলে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ তবে শহরে জামতাড়া গ্যাং যে বিস্তার জাল ছড়িয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই ।

পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে 8টি মোবাইল ফোন, লক্ষাধিক টাকা, 8টি ডেবিট কার্ড, 2টি ক্রেডিট কার্ড এবং একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 379, 419, 420, 465, 467, 468, 120/বি ও 34 নম্বর ধারায় মামলা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details