কলকাতা, 27 মে: সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে খাস কলকাতা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। এই দুই বাংলাদেশি নাগরিক লক্ষাধিক টাকার চোরাই মোবাইল ফোন পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ৷ কলকাতার রবীন্দ্র সরণীর একটি গেস্ট হাউসে গোপন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ঢাকার বাসিন্দা জানুল হোসেন এবং মোহাম্মদ জামিলকে। ঘটনায় কোনও আন্তর্জাতিক চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷
লালবাজার সূত্রের খবর, রবিবার রাতে লোকসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল নির্দেশ দেন শহরের সমস্ত বড় রাস্তা থেকে ছোট রাস্তায় নাকা তল্লাশি অভিযান চালাতে ৷ সেই নির্দেশ মতোই রাতে চলে নাকা তল্লাশি। অভিযোগ, সিআর অ্যাভিনিউয়ে সন্দেহ হওয়ায় এক বাইক চালককে আটক করেন তদন্তকারীরা। বাইকটি একটি অনলাইন ট্যাক্সি পরিষেবার সঙ্গে যুক্ত বলে জানা যায় ৷ সেই বাইকের পিছনে যিনি আরোহী ছিলেন তাঁকে দেখে সন্দেহ হয় ৷ আরোহীর সঙ্গে ছিল একটি বড় ব্যাগ ৷ সেই ব্যাগ তল্লাশি করতে গিয়ে উদ্ধার হয় একাধিক মোবাইল ফোন ৷ এত ফোন কোথা থেকে এল, তার সঠিক উত্তর দিতে না পারায় বউবাজার থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত জয়নাল আবেদীন ওরফে মিরাজকে (46) ৷
আরও পড়ুন:দুই নাবালিকাকে যৌন নির্যাতন! মালদায় গ্রেফতার 3 যুবক