পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বামনগোলায় পুলিশের জালে তিন বাংলাদেশি, জঙ্গিযোগের শঙ্কা - BANGLADESHI INFILTRATION IN BENGAL

বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ে তিন বাংলাদেশি ৷ গভীর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ ৷ কী কারণে তারা ভারতে প্রবেশ করল তা জানতে চাইছে পুলিশ।

Bangladeshi Infiltrators Arrested in Bengal
গ্রেফতার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 6:11 PM IST

মালদা, 26 ফেব্রুয়ারি: ফের সীমান্তে ধরা পড়ল সন্দেহভাজন তিন বাংলাদেশি ৷ মঙ্গলবার গভীর রাতে তিন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালদার বামনগোলা থানার পুলিশ ৷ ধৃতরা কী কারণে এ দেশে প্রবেশ করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ধৃতদের সঙ্গে কথা বলে কয়েকটি ব্যাপারে পুলিশ কর্তাদের মনে সংশয় দেখা দিয়েছে।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে থাকা পাকুয়াহাট থেকে কিছুটা দূরে নালাগোলাগামী রাস্তার ধার থেকে এই তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে বামনগোলা থানার পুলিশ ৷ থানায় নিয়ে গিয়ে তাদের জেরা শুরু করা হয় ৷ জেরায় তিনজনই স্বীকার করে নেয়, তারা বাংলাদেশি ৷ বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছে ৷

এমনিতে গত কয়েকমাস ধরে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। এমন আবহে সে দেশ থেকে অনুপ্রবেশের প্রবণতা বেড়েছে। আর এরই মধ্যে মঙ্গলবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান স্বীকার করেছেন, সেদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ ৷ তাঁর বক্তব্য, "আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে আছি ৷ অপরাধীরা খুব ভালো করেই জানে, এই সময় অপরাধ করলে সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব ৷"

তাছাড়া সম্প্রতি দেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার কর্তারা জানতে পেরেছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পশ্চিমবঙ্গে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে ৷ এই কাজে তারা নির্ভর করছে বাংলাদেশের দুই জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন এবং আনসারুল্লা বাংলা টিমের উপর ৷ গত কয়েক মাসে এই দুই সংগঠনের বেশ কিছু সদস্যকে পশ্চিমবঙ্গে গ্রেফতারও করা হয়েছে ৷ ঠিক এমন পরিস্থিতিতে এই ধরনের অনুপ্রবেশ অবশ্যই তাৎপর্যপূর্ণ।

বামনগোলা থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের পুরোটাই কাঁটাতারের বেড়া দেওয়া ৷ সেখানে অনুপ্রবেশের কোনও প্রশ্ন নেই ৷ যে জায়গা থেকে তিনজনকে ধরা হয়েছিল, সেখান থেকে সীমান্ত অন্তত দশ কিলোমিটার দূরে ৷ তাহলে এদেশে ঢুকে এই তিনজন বামনগোলায় কী করছিল ? সেই প্রশ্ন উঠেছে। অবস্থানগতভাবে এই এলাকা থেকে সামান্য দূরেই গাজোল ৷ সেখানে রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক ৷ রয়েছে ট্রেন যোগাযোগও ৷ তবে কি এই বাংলাদেশিরা অন্য কোনও উদ্দেশে এদেশে ঢুকেছে ? উত্তর খুঁজছে পুলিশ ৷

বামনগোলা থানার এক আধিকারিক বলেন, "গতকাল রাত থেকে তিনজনকেই দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ কিন্তু তাদের উত্তরের বেশ কয়েকটি অংশ অসংলগ্ন ৷ দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ বাংলাদেশে এদের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, এরা চোরাচালানে জড়িত কি না অথবা কোনও জঙ্গি সংগঠনে যুক্ত কি না, তা জানার চেষ্টা চালানো হবে ৷ তদন্তের স্বার্থেই আমরা এখনও ধৃতদের নাম ও তাদের দেওয়া পরিচয় গোপন রেখেছি ৷"

জেলা পুলিশের গোয়েন্দা দফতরের একাংশের বক্তব্য, হাসিনা সরকারের পতনের পর প্রতিবেশী দেশে অস্থিরতা তৈরি হয়েছে ৷ সেই সময়ে বেশ কিছু বাংলাদেশি এপারে চলে এসেছিল ৷ চোরাচালান করতে গিয়েও বেশ কিছু বাংলাদেশি গ্রেফতার হয়েছে ৷ কিন্তু গতকাল রাতে যে তিনজন ধরা পড়েছে, তাদের কথাবার্তায় সন্দেহ করার মতো যথেষ্ট রসদ রয়েছে ৷ বুধবার বামনগোলা থানায় যান ডিআইজি (মালদা রেঞ্জ) দীপনারায়ণ মুখোপাধ্যায়ও ৷ বেশ খানিকক্ষণ তিনি থানায় ছিলেন ৷ তবে এনিয়ে তিনি সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details