পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজভবনে রাত্রিবাস, তিন সভায় রাজ্যপাল নিয়ে চুপ মোদি; সুর চড়়ালেন মমতা - CV Ananda Bose - CV ANANDA BOSE

CV Ananda Bose Controversy: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ বাংলায় শাসক দল কটাক্ষ করলেও নির্বাচনী জনসভা থেকে এই প্রসঙ্গে মুখ খুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
রাজ্যপাল নিয়ে মুখে কুলুপ মোদির, সুর চড়়ালেন মমতা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 7:00 PM IST

Updated : May 3, 2024, 8:19 PM IST

আহমেদপুর (বোলপুর), 3 মে: ভোটের আবহে সাম্প্রতিক বাংলায় যে ঘটনা ঘটল তা সব বিচারেই বিরল ৷ শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ ৷ একদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে একটি শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন বাংলার তিনটি জায়গা বর্ধমান, কৃষ্ণনগর ও বোলপুরে নির্বাচনী সভা ছিল প্রধানমন্ত্রীর ৷ শিক্ষা দুর্নীতি থেকে সন্দেশখালির ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ শুধু তাই নয় শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে চাকরিহারাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মোদি ৷

তিনি জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সকলের চাকরি গিয়েছে ৷ তাঁদের মধ্যে অনেকে অন্যের পাপের শাস্তি পাচ্ছেন ৷ যাঁরা সত্যিই শিক্ষকতার জন্য যোগ্য তাঁদের দলীয় স্তরে কীভাবে সাহায্য করা যায় তার জন্য বিজেপির প্রদেশ নেতৃত্বকে তিনি একটি লিগ্যাল সেল ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার নির্দেশ দিয়েছেন ৷ এমনকী, ইন্ডিয়া জোটকেও আক্রমণ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদি ৷ কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে ওঠা নজিরবিহীন অভিযোগ নিয়ে মুখে কুলুপ আঁটেন তিনি ৷

অন্যদিকে, শুক্রবার রাত থেকেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজার পর এবার নির্বাচনী সভা মঞ্চ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজভবনের শ্লীলতাহানি কাণ্ডে তৃণমূল সুপ্রিমো বলেন, "একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত ৷ তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় ? কালকে মেয়েটির কান্না দেখে আমার যন্ত্রণা হয়েছে ৷ সন্দেশখালি নিয়ে বলার আগে এসব নিয়ে ভাবুন ৷ মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পর পর দু'বার শ্লীলতাহানি করেছেন উনি ৷"

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে নেমে সোজা রাজভবনে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন সেখানেই রাত্রিবাস করেন তিনি ৷ বিরোধীরা মুখিয়ে ছিলেন, এই বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেন কি না ৷ যদিও কোনও রকম মন্তব্য আসেনি মোদির থেকে ৷ রাতেই হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী ৷ তারপর কীভাবে বিষয়টি নিয়ে তদন্ত এগোনো যায় তা দেখছে লালবাজার ৷ অন্যদিকে, রাতে সোশাল মিডিয়ায় 'সত্যের জয় হবেই' বলে বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবার তিনি রাজভবন ছেড়ে গিয়েছেন কেরলে ৷ পূর্বপরিকল্পনা মতোই রাজ্যপাল সকালেই রাজভবন ছাড়েন ৷

Last Updated : May 3, 2024, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details