পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দামোদরে যথেচ্ছ তোলা হচ্ছে বালি, বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রেল সেতুর পিলার - Damodar railway bridge

Agnimitra Paul: দামোদর নদ থেকে যথেচ্ছভাবে বালি তোলার জেরে ভয়ানক অবস্থায় দাঁড়িয়ে রেল ব্রিজের পিলারগুলি ৷ যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা, আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷

Agnimitra Paul
দামোদরে যথেচ্ছ তোলা হচ্ছে বালি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 6:48 PM IST

আসানসোল, 28 জুলাই: দামোদরে যথেচ্ছ পরিমাণে বালি তোলার জেরে ক্ষতি হচ্ছে রেল ব্রিজের ৷ আদ্রা রেল ডিভিশনের অন্তর্গত দামোদর নদের উপর রেল সেতু বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছে বলে অভিযোগ আসানসোলের বিজেপি বিধায়কের। নিয়মের তোয়াক্কা না করে নদী থেকে বালি তোলার ফলে সেতুর পিলারের নীচের মাটি সরে যাচ্ছে। যে কোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমনই আশঙ্কা প্রকাশ করে রাজ্য সরকারকে দুষলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল।

দামোদরে যথেচ্ছ তোলা হচ্ছে বালি (ইটিভি ভারত)

রবিবার হিরাপুর থানার অন্তর্গত দামোদর নদের ভূতনাথ মন্দির ঘাটে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ওই স্থানে দামোদর নদের উপরে আদ্রা রেল ডিভিশনের রেল সেতু আছে। এই সেতু দিয়ে প্রতিদিন আসানসোল আদ্রা রুটের প্রচুর লোকাল ট্রেন, আসানসোল-পুরুলিয়া রুটের লোকাল ও এক্সপ্রেস ট্রেন ছাড়াও টাটা-রাঁচি-সহ ভিন রাজ্যে পাড়ি দেওয়া বহু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনও চলাচল করে।

অগ্নিমিত্রা পলের অভিযোগ, "দামোদর নদে ড্রেজিং করছে রাজ্য সরকার। আসলে ড্রেজিংয়ের নামে বালি চুরি করা হচ্ছে। নিয়ম-বিহীনভাবে এই ড্রেজিং করে বালি তুলে নেওয়ার কারণে দামোদর নদ তার অস্তিত্বও হারাচ্ছে। শুধু তাই নয়, রেল সেতুর পিলারের তলা থেকে বালি তুলে নেওয়ার কারণে সেতুর তলায় মাটি সরে যাচ্ছে ক্রমে। বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে রেলসেতুর পিলারগুলো। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।" রেল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পিলারগুলিকে মেরামত করার কাজ শুরু করেছে।

অগ্নিমিত্রা পল আরও বলেন, "রেল সেতু বিপজ্জনকভাবে দাঁড়িয়ে তো আছেই, অন্যদিকে দামোদর থেকে এইভাবে বালি তুলে নেওয়ার কারণে দামোদর নদে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে প্রতি বছর প্রচুর প্রাণহানি হচ্ছে দামোদরে স্নান করতে নেমে।" অন্যদিকে, অগ্নিমিত্রা পলের এই দামোদর ঘাট পরিদর্শন নিয়ে তাঁকে পালটা কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতা অশোক রুদ্র। তিনি বলেন, "বিজেপি দলটাই তো ঘাটে উঠে গিয়েছে। উনি মাঝে মাঝে আসেন। এসে হাইলাইট হওয়ার জন্য এইসব করেন। আসলে রেল তো কেন্দ্রের। তাহলে রেল ব্রিজ বিপজ্জনক দাঁড়িয়ে থাকলে সেটা রেল মেরামত করবে।"

ABOUT THE AUTHOR

...view details