পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলেজ ফেস্টের জন্য 2 কোটি ! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা - COLLEGE FEST

মুখ্যমন্ত্রী রাজ্যের মেডিক্যাল কলেজগুলির বাৎসরিক অনুষ্ঠানের জন্য অনুদানের কথা ঘোষণা করেছেন । তারপরেই শুরু হয়েছে বিতর্ক ৷

PIL Files in Calcutta High Court
জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 4:45 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: রাজ্যের মেডিক্যাল কলেজের ফেস্টের জন্য রাজ্য সরকারের বরাদ্দ কলেজপিছু 2 কোটি টাকা ৷ সেই টাকা নয়ছয় করতে পারে থ্রেট কালচারের কিং পিনরা । উদ্বেগ জানিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল ৷ সেই অনুমতিতে সায় দিয়েই মামলা উঠল প্রধান বিচারপতির এজলাসে ।

আগেই মেডিক্যাল কলেজগুলিতে স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনের দাবিতে মামলা দায়ের হয়েছিল । জানা গিয়েছে, সেই মামলার সঙ্গেই এই বিষয়টিও আগামী বৃহস্পতিবার শুনানি করতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । যদিও স্বাস্থ্য দফতর সূত্রে খরর, মুখ্যমন্ত্রী গতকাল 24টি মেডিক্যাল কলেজের সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়নের জন্য দু’কোটি টাকা করে বরাদ্দ করেছেন ।

এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দত্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আবেদনকারীর আইনজীবী বলেন, ‘‘স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশান ম্যাটার পেন্ডিং রয়েছে । আর গতকালই সরকার ঘোষণা করেছে 10 কোটি টাকা কলেজে ফেস্ট করার জন্য দেওয়া হবে । জনস্বার্থ মামলাকারীর উদ্বেগ, এই টাকা অপব্যবহার করা হবে থ্রেট কালচারের কিংপিনদের মাধ্যমে ।’’

তা শুনেই আশ্চর্য হয়ে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘‘10 কোটি টাকা ?’’ আবেদনকারীর আইনজীবী জানান, ‘‘2 কোটি টাকা প্রতি কলেজ পিছু । এই টাকা অপব্যবহার করবে থ্রেট কালচারের কিংপিনেরা । যেহেতু এখনও পর্যন্ত ওই কলেজগুলিতে কোনও ইলেক্টেড স্টুডেন্ট ইউনিয়ন নেই ।’’ তা শুনে প্রধান বিচারপতি মামলা দায়ের করতে বলেন । প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের মেডিক্যাল কলেজগুলির বাৎসরিক অনুষ্ঠানের জন্য কলেজপিছু 2 কোটি টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছেন ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details