ভাটপাড়া, 19 জুলাই: হাতে বন্দুক ৷ চোখেমুখে আলাদাই মেজাজ ৷ বন্দুক হাতে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিচ্ছেন তৃণমূলের যুব নেতা ৷ আর তা সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সরগরম হয়ে উঠেছে উত্তর 24 পরগনার ভাটপাড়া ৷ সূত্র মারফত জানা গিয়েছে, ভাইরাল ছবিতে যাঁকে বন্দুক হাতে দেখা গিয়েছে, তিনি শাসকদলের একজন ছাত্র নেতা ৷ তাঁর নাম শুভাশিস চক্রবর্তী ৷ বাড়ি ভাটপাড়ায় ৷ বন্দুক হাতে ওই ছাত্র নেতারই একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও সেই সমস্ত ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
কোনও ছবিতে দেখা যাচ্ছে নিজের গালে বন্দুক ঠেকিয়ে রেখেছেন তৃণমূলের ছাত্রনেতা শুভাশিস ৷ আবার কোনও ছবিতে তিনি সামনে বন্দুক তাক করে আছেন ৷ আর ছাত্র নেতার এই ছবি প্রকাশ্যে আসতেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, তাঁর কাছে আগ্নেয়াস্ত্র এল কীভাবে ? আর সেই বন্দুক নিয়ে ছবিই বা তুললেন কেন ? তবে, তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ছাত্রনেতা হিসেবে কোনও পদে নেই শুভাশিস ৷ তবে বন্দুক হাতে নিয়ে ছবি তোলার অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন শাসকদলের নেতারা ৷
ভাটপাড়ার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই ছাত্র নেতার নামে আগেও একাধিক অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উঠেছে ৷ গ্রেফতারও হয়েছিলেন তিনি ৷ তারপরেও খোশমেজাজে বন্দুক হাতে একাধিক ভঙ্গিতে পোজ দিচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা শুভাশিস চক্রবর্তী ৷ ইতিমধ্যে রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর বেশকিছু ছবিও সামনে এসেছে ৷ স্বভাবতই, ছাত্র নেতার ছবি ভাইরাল হওয়ার পরও পুলিশ কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ? কেন তাঁকে ডেকে এখনও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি পুলিশ ? সেই প্রশ্ন তুলে রীতিমতো সরব হয়েছে বিরোধীরা ৷