ডায়মন্ড হারবার, 14 সেপ্টেম্বর: সালটা ছিল 2015 ৷ এসএসকেএম হাসপাতালে ঘনিষ্ঠ আত্মীয়র পোষ্য কুকুরের ডায়ালিসিসের ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা তথা তৃণমূল বিধায়ক নির্মল মাজি ৷ ঠিক 9 বছরের মাথায় সেই ঘটনার পুনরাবৃত্তি হল দক্ষিণ 24 পরগনা আমতলা গ্রামীণ হাসপাতালে ৷ এবার আর ডায়ালিসিস নয়, সাধারণ রোগীদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হল এক তৃণমূল নেতার বাড়ির পোষ্য কুকুরকে ৷ ঘটনায় শোরগোল পড়ে যায় আমতলা গ্রামীণ হাসপাতালে ৷ ইতিমধ্যে ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷
মানুষের জন্য বরাদ্দ অ্যাম্বুলেন্সে হাসপাতালে তৃণমূল নেতার পোষ্য কুকুর, বিতর্ক আমতলায় (ইটিভি ভারত) ঘটনার পরেই প্রশ্ন উঠছে, প্রান্তিক এলাকায় যেখানে দরকার পড়লে চেয়েও এখনও ঠিকঠাক অ্যাম্বুলেন্স পরিষেবা পান না রোগীরা ৷ সেখানে শাসকদলের নেতার বাড়ির পোষ্যর শরীর খারাপ হতেই তৎক্ষণাৎ পাওয়া গেল অ্যাম্বুলেন্স ৷ শুধু তাই নয়, তাতে করে সারমেয়কে শুইয়ে একেবারে হাসপাতালে হাজির পরিবারের লোকজন ৷
আমতলা গ্রামীণ হাসপাতালের সুপার অর্ণব প্রামাণিকও অ্যাম্বুলেন্সে কুকুর আনার বিষয়টি স্বীকার করে নিয়েছেন ৷ তিনি বলেন,"কুকুরটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ঠিকই কিন্তু কোনও চিকিৎসা করা হয়নি । তাকে আবার পশু চিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।"
জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আনুমানিক দুপুর তিনটে নাগাদ একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছয় আমতলা গ্রামীণ হাসপাতালে । কৌতুহলবসত সাধারণ রোগীর পরিবারের লোকেরা অ্যাম্বুলেন্সের সামনে ভিড় করেন । অ্যাম্বুলেন্স উঁকিঝুঁকি মারতেই তাঁদের চক্ষু চড়কগাছে ওঠে । তাঁরা দেখেন অ্যাম্বুলেন্সে শুয়ে আছে একটি সারমেয় ।
রোগীদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পোষ্য কুকুর (নিজস্ব ছবি) সূত্রের খবর, ওই সারমেয়টি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক তথা বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতালের বাড়ির ৷ সম্প্রতি ওইদিনের ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই সোশাল মিডিয়ার পাশাপাশি সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে ।
এ বিষয়ে ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাটু বলেন, "এ রাজ্যে সব কিছুই সম্ভব ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আরও কী দেখতে হবে আমরা জানি না । আরজি করে নির্যাতিতার মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ তার জন্য নাকি রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ৷ এমনটাই রাজ্য সরকারের তরফে দাবি করা হচ্ছে ৷ এ দিকে তৃণমূল নেতার বাড়ির কুকুর অ্যাম্বুলেন্সে চড়ে চিকিৎসা পরিষেবা নিতে হাসপাতালে পৌঁছল । এর আগেও কোনও এক তৃণমূল নেতার কুকুরের ডায়ালিসিস করার ব্যবস্থা করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে ৷"
যদিও এই বিষয় মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার বেতাল এবং তাঁর স্ত্রী সোমাশ্রী বেতাল । তাই তাঁদের কোনও মন্তব্য পাওয়া যায়নি । এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন, "কী হয়েছে বিষয়টি আমাদের কাছে সম্পূর্ণ জানা নেই । যদি এইরকম কোনও ঘটনা ঘটে থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে ।"
এই ঘটনায় দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি 9 সেপ্টেম্বরের । সেদিন একটি বেসরকারি অ্যাম্বুলেন্স আমতলা গ্রামীণ হাসপাতালে এলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বেরিয়ে এসে দেখেন তাতে রোগী নয়, একটি মৃত কুকুর রয়েছে । ওই চিকিৎসক অ্যাম্বুলেন্স চালককে জানান, পাশের পশু হাসপাতালের পরিবর্তে তিনি ভুল করে গ্রামীণ হাসপাতালে চলে এসেছেন । এরপরেই কুকুরের দেহটি নিয়ে অ্যাম্বুলেন্স আমতলা গ্রামীণ হাসপাতাল থেকে বেরিয়ে যায় ।
উল্লেখ্য, 2015 সালে কলকাতার এসএসকেএম হাসপাতালে পোষ্য কুকুরের ডায়ালিসিসের চেষ্টা হয়েছিল । যদিও ঘটনাটি প্রকাশ্যে আসায় শেষ পর্যন্ত কুকুরের ডায়ালিসিস সম্ভব হয়নি । তবে অভিযোগ ওঠে, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নিজের কোনও এক আত্মীয়ার কুকুরের ডায়ালিসিসের জন্য এসএসকেএমে ব্যবস্থা করে দিয়েছিলেন নির্মল মাজি । এই ঘটনার জল আদালত পর্যন্ত গড়ায় ৷ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন ৷ পরে সেই ঘটনায় নির্মল মাজিকে সতর্ক করে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া ৷