আসানসোল, 1 জানুয়ারি: অনেকেই চান বছরের প্রথম দিনটা একটু অন্যরকমভাবে কাটাতে । আর তাই ইংরেজি নববর্ষের সূচনায় মানুষের ঢল উপচে পড়ল প্রাচীন দেবী কল্যাণেশ্বরীর মন্দিরে । 1 জানুয়ারির দিন সকাল থেকেই বিরাট লাইন পড়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এই মন্দিরে । দূরদূরান্তের মানুষ এসে পুজো দেওয়ার জন্য লাইন দেন ।
বুধবার বছরের প্রথম দিন উপলক্ষে সাজিয়ে তোলা হয় দেবীর মন্দির । শুধু আসানসোল নয়, রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কাতারে কাতারে মানুষ কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন পয়লা জানুয়ারির সকালে । পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেরও বহু মানুষের ঢল নামে কল্যাণেশ্বরী মন্দিরে । পুজো দেওয়ার সঙ্গে সঙ্গেই চালনাদহ ঘাটে মানুষ শ্রদ্ধা জানাতে যায় ।
আসানসোলের কল্যাণেশ্বরীর মন্দির (ইটিভি ভারত) কথিত আছে, এখানেই দেবী কল্যাণেশ্বরী নাকি এক দরিদ্র শাঁখারির কাছে শাখা পরেছিলেন । সেই মতো পুজো দিতে আসা গৃহবধূরা এখানে দেবীর উদ্দেশে শাঁখা নিবেদন করেন । দেবীর মন্দিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কুলটি এবং সালানপুর দুটি থানারই পুলিশ সচেষ্ট ছিল । পয়লা জানুয়ারির দিন দেবীর বিশেষ ভোগ নিবেদন হয় । পাশাপাশি ভক্তকূলের জন্যও প্রসাদের ব্যবস্থা ছিল ।
কল্যাণেশ্বরী দেবীর গর্ভগৃহ (নিজস্ব ছবি) দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা জানান, বছরের প্রথম দিনে পরিবার-পরিজন এবং সবার জন্য মঙ্গল কামনায় দেবীর কাছে প্রার্থনা করতে আসা । দর্শনার্থী অমৃতা সরকারের কথায়, "সকলকে নববর্ষের শুভেচ্ছা ৷ সকলে ভালো থাকুক, আনন্দে থাকুক, সকলের গোটা বছরটা ভালো কাটুক, আমরা মায়ের কাছে এই প্রার্থনা করেছি ৷ মাকে দর্শন করে যাত্রা শুরু করলাম ৷ এরপর মাইথন ড্যাম ও অজয় নদ ঘুরে বাড়ি যাব ৷"
দেবীর দর্শন করতে আসা শিক্ষিকা জয়িতা সরকার বলেন, "প্রার্থনা করে গেলাম যেন নতুন বছর সুস্থ এবং সুন্দরভাবে কাটে । নতুন বছরের শুরুর দিনটা একটু অন্যরকম ভাবে কাটাতে পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছিলাম ।"