কলকাতা, 3 মে: 'দেশের মানুষ যদি সচেতন না হয়, তাহলে এমন এক দিন আসবে যখন নিরপেক্ষ ও ন্যায্য নির্বাচন বলে কিছুই অবশিষ্ট থাকবে না।' এমনটাই মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরকালা প্রভাকর। তাঁর আশঙ্কা, বিজেপি সরকার ফের কেন্দ্রে ক্ষমতায় এলে মণিপুরের গণহত্যার মতো ঘটনা দেশ জুড়ে ঘটবে।
প্রখ্যাত অর্থনীতিবিদ পরকালা প্রভাকর শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় 'পলিটিক্যাল ইকনমি অফ নিউ ইন্ডিয়া' বিষয়টির উপরে বক্তব্য রাখেন। অত্যন্ত সুবক্তা এই অর্থনীতিবিদ খুব সহজ অথচ সাবলীল ভঙ্গিতে কেন্দ্র সরকারের গত 10 বছরের খতিয়ানও তুলে ধরেন। মোদি সরকারের সংকল্প পত্রে নরেন্দ্র মোদির ছবির সংখ্যা থেকে শুরু করে দেশের জিডিপি ও ক্ষুধা সূচকের (হাঙ্গার ইনডেক্স) মতো এই ধরনের একাধিক বিষয় বোঝাতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও তাঁর একাধিক প্রকল্পের চুলচেরা বিশ্লেষণও করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ওম প্রকাশ মিশ্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট এর অধ্যাপক শুভময় মৈত্র। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ওয়েবককুপা। এদিন বক্তব্যের শুরুতেই প্রভাকর বলেন, "আসলে মানুষ খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়। আজ তিন মে অথচ মানুষ ভুলেই গিয়েছে যে, এই দিনেই মণিপুরের গণহত্যা শুরু হয়। আর বিজেপি যদি আবারও দিল্লিতে সরকার গড়ে, তাহলে সারা দেশ জুড়ে আরও মণিপুরের মতো গণহত্যার কাণ্ড ঘটবে।" অধ্যাপক প্রভাকর বলেন, "এটা দেখলে খুব মজা লাগে যে, বর্তমান রাজনৈতিক দলগুলি নিজেদের দেশপ্রেমী বলে দাবি করে। অথচ ভারতের স্বাধীনতায় তাঁদের কিন্তু কোনও ভূমিকাই ছিল না।"