পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করে প্রতিবাদের মধ্যেই রোগী মৃত্যুতে ভাঙচুর এসএসকেএম হাসপাতালে - SSKM Hospital Vandalism - SSKM HOSPITAL VANDALISM

SSKM Hospital Vandalism: ক্যানসার আক্রান্ত এক প্রৌঢ়ের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল এসএসকেএম হাসপাতালে ৷ আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলছে রাজ্যের একাধিক হাসপাতালে ৷ এর মধ্যে ওই প্রৌঢ়ের মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতিকেই দায়ী করল পরিবার ৷

SSKM Hospital Vandalism
এসএস কেএম হাসপাতালে ভাঙচুর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 11:06 PM IST

কলকাতা, 18 অগস্ট: আরজি কর-কাণ্ডের মাঝেই উত্তেজনা এসএসকেএমে ৷ রবিবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এসএসকেএম হাসপাতাল ৷ রোগীর পরিবারের সদস্যরা ট্রমা কেয়ার ইউনিট ভাঙচুর করে বলে অভিযোগ ৷

পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ৷ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন, ডাক্তারদের অবহেলার অভিযোগ তোলেন ৷ তারপরই ভাঙচুর করেন ৷ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশের একটি বড় দল হস্তক্ষেপ করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সুবিচারের দাবিতে ডাক্তারদের কর্মবিরতি চলছে । আর তার মধ্যেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট ভাঙচুরের ঘটনা ।

জানা গিয়েছে, পায়ের হাড়ে ক্যানসার নিয়ে বেশ কিছুদিন ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খিদিরপুরের এক বৃদ্ধ । শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় । এরপর রবিবার দুপুরে মারা যান । তারপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার । তাদের অভিযোগ এই কর্মবিরতির জেরে মৃত্যু হয়েছে । এই কারণে তাঁরা ট্রমা কেয়ার ইউনিটের ভিতরে ভাঙচুর চালান । আক্রান্ত হয় চিকিৎসক । এছাড়াও ওই ওয়ার্ডের জানলার কাচ, চেয়ার, টেবিল ভাঙা হয় । পরবর্তী সময় ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

অপরদিকে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নন্দীগ্রামের ওই নির্যাতিতা মহিলা । তৃণমূলের প্রতিনিধি দল বিকালে তাকে হাসপাতালে ভর্তি করেন । নন্দীগ্রামের ওই মহিলা তৃণমূল কংগ্রেস করার জন্য তাকে বিবস্ত্র এবং মারধর করার অভিযোগ ওঠে । রবিবার ওই মহিলা এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল । তারাই ওই ভদ্রমহিলাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন রবিবার । আর এদিনই এই ঘটনা ঘটে ৷

ABOUT THE AUTHOR

...view details