পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাহত হাওড়া-ব্যান্ডেল ট্রেন চলাচল, বাতিল 22টি ট্রেন - train service disrupted - TRAIN SERVICE DISRUPTED

Howrah-Bandel Train service disrupted: দোল-হোলির পর বুধবার অনেক অফিস খুলেছে ৷ এদিকে সপ্তাহের প্রথম কাজের দিনের সাতসকালে ট্রেন পরিষেবা ব্যাহত হয় হাওড়া-ব্যান্ডেল শাখায় ৷ এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা ৷ পরে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷

ETV Bharat
ব্য়ান্ডেল স্টেশনে অপেক্ষারত যাত্রী

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 8:46 AM IST

Updated : Mar 27, 2024, 10:16 AM IST

হাওড়া, 27 মার্চ: হাওড়া ঢোকার মুখে যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত ট্রেন চলাচল ৷ প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হল ট্রেন পরিষেবা ৷ বুধবার সাতসকালে হাওড়া-বর্ধমান লাইনে বেশ কিছু ট্রেন আটকে যায় ৷ যার জেরে ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের ৷ দোল-হোলি মিলিয়ে তিনদিন ছুটির পর বুধবার সপ্তাহের প্রথম কাজের দিন ৷ এদিকে সাতসকালে এই দুর্ভোগ ৷ পূর্ব রেল 22 টি লোকাল ট্রেন বাতিল করে ৷

রেল সূত্রে দাবি করা হয়, হাওড়া স্টেশনে ঢোকার মুখে 64 নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ যার জেরে হাওড়া স্টেশনের 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ হয়ে যায় ৷ পরিস্থিতির জেরে ইতিমধ্যেই 22 টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেসটি 6 নম্বর প্লাটফর্ম থেকে ঝিল রোডের কারশেডে যাচ্ছিল ৷ ওই লাইনের 90 নম্বর পয়েন্ট ফেটে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা ৷ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয় ৷

আপ এবং ডাউন দুই লাইনেই ঘণ্টাখানেক বন্ধ ছিল ট্রেন চলাচল ৷ যার ফলে শেওড়াফুলিতে সকাল সাতটা নাগাদ জানানো হয় যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে ৷ প্রায় এক ঘণ্টা ব্যান্ডেল-হাওড়া শাখায় বন্ধ থাকে ট্রেন চলাচল ৷ সকাল 6টা 21মিনিটের বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন নির্ধারিত সময়ের পরিবর্তে 7টা 22 মিনিটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ৷ সকাল সাড়ে 6টার ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে ৷ এর ফলে হাওড়া স্টেশনেও ব্ল্যাক ডায়মন্ড, গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেন দাঁড়িয়ে থাকে ৷ 5.49 মিনিটে ডাউনে শেষ ব্যান্ডেল লোকাল গিয়েছিল ৷

পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের কাছে ঝিল সাইডিংয়ে সিগন্যাল ফেলিওর (পয়েন্ট বাস্ট) হওয়ায় সমস্যা দেখা দিয়েছিল ৷ সকাল 6.20 মিনিট নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে ৷ এর ফলে হাওড়া স্টেশনের 1-6 নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা-বেরনো বন্ধ হয়ে যায় ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যাল সারানোর কাজ শুরু হওয়ায় এই গোলোযোগ ৷ যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি ৷ এর কিছুক্ষণ পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷

ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা প্রায় 50 মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে পৌঁছয় ৷ ডাউনে বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত ছিল ৷ ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা ৷ তিন দিন ছুটির পর আজ বহু অফিস খুলছে ৷ এই অবস্থায় উদ্বিগ্নি অফিস যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতে দেখায় যায় ৷

আরও পড়ুন:

  1. পৃথক রাজ্যের দাবিতে রেলরোকো, অবশেষে উঠল অবরোধ
  2. ছুটছে নীল আলো...গঙ্গার নীচে সুড়ঙ্গে ঐতিহাসিক মেট্রো সফরে কলকাতা-হাওড়া
Last Updated : Mar 27, 2024, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details