কলকাতা, 3 ফেব্রুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত পরিকল্পনাই করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু, নিজে কোনও দিন সামনে আসেননি ৷ পুরোটাই আড়ালে থেকে করতেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ৷ আজ আলিপুরে বিশেষ আদালতে সিবিআইয়ের আইনজীবী পার্থর জামিনের বিরোধিতা করে, এমনটাই জানিয়েছেন ৷ তিনি উল্লেখ্য করেন, "হাতেগোনা কয়েকজন আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে কাজ করতেন ৷ কিন্তু, তিনি নিজে 'পিকচারে' আসতেন না ৷"
এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী ৷ শুনানির শুরুতেই সিবিআই আইনজীবী জামিনের বিরোধিতা করেন ৷ আর নিজের দাবির স্বপক্ষে তিনি জানান, পার্থ চট্টোপাধ্যায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আসল মাথা ৷ তিনি নিজে দুর্নীতির নীলনকশা তৈরি করতেন ৷ আর এই সবকিছু বাস্তবায়ন করতেন কয়েকজন হাতেগোনা আধিকারিক ৷ যাঁদের আড়ালে থেকে পার্থ চট্টোপাধ্যায় পুরো দুর্নীতির পরিকল্পনা সাজাতেন ৷
সিবিআইয়ের আইনজীবী বলেন, "পার্থ চট্টোপাধ্যায় নিজে কোনও দিন 'পিকচারে' আসতেন না ৷ আড়ল থেকে সব পরিকল্পনা তৈরি করতেন ৷ আর তাঁকে সাহায্য করতেন কয়েকজন আধিকারিক ৷ তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে বৈঠক করতেন ৷ সেখানে কোন কোন আধিকারিক, তাঁদের কথা মতো কাজ করছেন ? কারা তাঁদের কথা শুনছেন না ? কারা নিরপেক্ষ থেকে কাজ করছেন ? এইসব খবর পার্থ চট্টোপাধ্যায়কে দিতেন ওই আধিকারিকরা ৷ সেই মতো, আধিকারিকদের বদলির নির্দেশ দিতেন তিনি ৷"