পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিজে 'পিকচারে' আসতেন না, নিয়োগ দুর্নীতিতে পিছন থেকে কলকাঠি পার্থর; দাবি সিবিআইয়ের - CBI

Education Recruitment Scam: শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে আড়াল থেকে পরিকল্পনা করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ নিজে কখনই সামনে আসতেন না ৷ আজ আলিপুরে বিশেষ আদালতে পার্থর জামিনের শুনানিতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর জন্য কয়েকজন বাছাই করা আধিকারিক ছিলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 5:10 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত পরিকল্পনাই করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ কিন্তু, নিজে কোনও দিন সামনে আসেননি ৷ পুরোটাই আড়ালে থেকে করতেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ৷ আজ আলিপুরে বিশেষ আদালতে সিবিআইয়ের আইনজীবী পার্থর জামিনের বিরোধিতা করে, এমনটাই জানিয়েছেন ৷ তিনি উল্লেখ্য করেন, "হাতেগোনা কয়েকজন আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে কাজ করতেন ৷ কিন্তু, তিনি নিজে 'পিকচারে' আসতেন না ৷"

এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী ৷ শুনানির শুরুতেই সিবিআই আইনজীবী জামিনের বিরোধিতা করেন ৷ আর নিজের দাবির স্বপক্ষে তিনি জানান, পার্থ চট্টোপাধ্যায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আসল মাথা ৷ তিনি নিজে দুর্নীতির নীলনকশা তৈরি করতেন ৷ আর এই সবকিছু বাস্তবায়ন করতেন কয়েকজন হাতেগোনা আধিকারিক ৷ যাঁদের আড়ালে থেকে পার্থ চট্টোপাধ্যায় পুরো দুর্নীতির পরিকল্পনা সাজাতেন ৷

সিবিআইয়ের আইনজীবী বলেন, "পার্থ চট্টোপাধ্যায় নিজে কোনও দিন 'পিকচারে' আসতেন না ৷ আড়ল থেকে সব পরিকল্পনা তৈরি করতেন ৷ আর তাঁকে সাহায্য করতেন কয়েকজন আধিকারিক ৷ তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে বৈঠক করতেন ৷ সেখানে কোন কোন আধিকারিক, তাঁদের কথা মতো কাজ করছেন ? কারা তাঁদের কথা শুনছেন না ? কারা নিরপেক্ষ থেকে কাজ করছেন ? এইসব খবর পার্থ চট্টোপাধ্যায়কে দিতেন ওই আধিকারিকরা ৷ সেই মতো, আধিকারিকদের বদলির নির্দেশ দিতেন তিনি ৷"

সিবিআই আইনজীবী পার্থর জামিনের বিরোধিতায় বলেন, আধিকারিক বদলির পাশাপাশি, বদলি হওয়া পদে কাকে বসানো হবে ? সেটাও তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে ঠিক করতেন পার্থ ৷ এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও, কাকে, কোথায় নিয়োগ করা হবে, সেই সবকিছুর নীলনকশা তৈরি করতেন পার্থ ৷ সিবিআইয়ের তরফে আদালতে মন্তব্য করা হয়, "একজন চিকিৎসক যদি কোনও রোগীর ভুল চিকিৎসা করেন, সেক্ষেত্রে রোগীর ক্ষতি হয় ৷ কিন্তু, এক্ষেত্রে এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেয়া হয়েছে এবং এমন অযোগ্য শিক্ষক এনারা এনেছেন, যার ফলে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷"

একপ্রকার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতায় শুরু থেকেই তাঁর আইনজীবীকে ব্যাকফুটে ঠেলে দেয় সিবিআই ৷ তবে, জামিনের স্বপক্ষে বলতে উঠে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেছেন, সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটে পার্থর নাম ছিল না ৷ এমনকি তৃতীয় চার্জশিটে সিবিআই এসএসসি-র এক মহিলা চেয়ারপার্সনকে দেখিয়েছে ৷ পার্থ যাঁদের সরিয়েছেন বলে সিবিআই দাবি করছে, পরে তাঁদেরই বাগ কমিটির রিপোর্টে বা খোদ সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বলে তাঁর আইনজীবী জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে দুই পার্থর হাতে থাকত কোটি টাকা, দাবি ইডির
  2. তৃণমূল আসার পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত যাবতীয় নিয়োগ-নথি তলব মুখ্যসচিবের
  3. বেআইনি নিয়োগের অভিযোগ, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে তলব হাইকোর্টে

ABOUT THE AUTHOR

...view details