পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক যুগ পর ফের প্রদর্শনী, কবিগুরুর আঁকা ছবি দেখার সুযোগ বিশ্বভারতীতে

শেষবার বিশ্বকবির ছবি নিয়ে প্রদর্শনী হয়েছিল 2011 সালে ৷ ছবি নষ্ট হওয়ার ভয়ে তারপর থেকে বন্ধ ছিল প্রদর্শনী ৷ ফের মিলল সেই সুযোগ ৷

Santiniketan News
বিশ্বভারতীতে রবি ঠাকুরের আঁকা ছবির প্রদর্শন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

বোলপুর, 29 নভেম্বর: রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা 80টি ছবি নিয়ে শুক্রবার বিশ্বভারতী নন্দন আর্ট গ্যালারিতে শুরু হল প্রদর্শনী ৷ চলবে 19 ডিসেম্বর পর্যন্ত । বেঙ্গল বিনালে, কলাভবন ও বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ সেল এই প্রদর্শনীর উদ্যোক্তা ৷ এদিন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন এই প্রদর্শনীর উদ্বোধন করেন । সঙ্গে ছিলেন বিশ্বভারতীর কলাভবনের অধ্যক্ষ-অধ্যাপকরা ।

উপাচার্য বলেন, "আমি নিজেই অভিভূত । গুরুদেবের নিজের হাতের আঁকা ছবি দেখতে পাচ্ছি ৷ পড়ুয়ারা এগুলো দেখে অনেক বেশি সমৃদ্ধ হবে ৷ আমি সবাইকে এই মূল্যবান প্রদর্শনী দেখার আহ্বান জানাই ।"

বিশ্বভারতীতে কবিগুরুর আঁকা ছবি প্রদর্শনীর উদ্বোধন (ইটিভি ভারত)

কবিতা, গান, নাটক, গল্প, প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি ছবি আঁকার শখ ছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের । তাঁর আঁকা ছবি নিয়ে 'রঙের রবীন্দ্রনাথ'-সহ একাধিক বইও রয়েছে । চিত্রকলার প্রতি আগ্রহ থেকেই তিনি বিশ্বভারতীতে কলাভবন প্রতিষ্ঠার চিন্তাভাবনা করেছিলেন ৷ নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজের মত প্রখ্যাত শিল্পীরা গুরুদেবের সান্নিধ্যে ছিলেন ৷ ফলে শিল্পের প্রতি যে গুরুদেবের অনুরাগ অনেক বেশি ছিল তা বলার অপেক্ষা রাখে না ৷

বিশ্বভারতীর রবীন্দ্রভবন ও কলাভবনের সংগ্রহশালায় গুরুদেবের নিজের হাতে আঁকা কয়েকশো ছবি রয়েছে । সেখান থেকে বাছাই করা 78টি ছবি ও 2টি ভাস্কর্য নিয়ে নন্দন আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয় ৷ এই প্রথম রাজ্যে বেঙ্গল বিনালে হচ্ছে ৷ কলকাতা ও শান্তিনিকেতনে ৷ বেঙ্গল বিনালে, কলাভবন ও বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ সেলের উদ্যোগে কবিগুরুর আঁকা মূল্যবান ছবিগুলি নিয়ে প্রদর্শনীটি । অবাধ প্রবেশ ৷ ছুটির দিন শনি ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকদিন সকাল সাড়ে 10টা থেকে দুপুর 1টা 30 মিনিট ও দুপুর 2টো 30 মিনিট থেকে বিকেল সাড়ে 5টা পর্যন্ত মানুষজন এই প্রদর্শনী দেখতে পারবেন ৷

প্রদর্শনী ঘুরে দেখছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য ও অধ্যাপকরা (ইটিভি ভারত)

বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক শিশির সাহানা বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ছবিগুলির মধ্যে নিবিড় অভিব্যক্তি রয়েছে ৷ এটাই রবীন্দ্রনাথের ছবির মূল বৈশিষ্ট্য । রবীন্দ্রনাথকে এত কাছ থেকে দেখার সুযোগ তো সবাই পায় না ৷ বেঙ্গল বিনালে ও ওয়ার্ল্ড হেরিটেজ সেল আমাদের প্রদর্শনীর সঙ্গে যুক্ত আছে ।"

প্রসঙ্গত, ভিক্টোরিয়া ওকাম্পোর প্রচেষ্টায় 1930 সালে প্যারিসের পিগ্যাল আর্ট গ্যালারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিয়ে প্রথম প্রদর্শনী হয়েছিল ৷ এরপর বিশ্বের বহু দেশে তাঁর আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হয় ৷ তবে এখন আর গুরুদেবের ছবি বিদেশে পাঠানো হয় না । বহু মূল্যবান ছবিগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রবীন্দ্রভবনেই সংগৃহীত হয় সেগুলি । শেষবার 2011 সালে বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনী হয়েছিল । সেই সময় শান্তিনিকেতনে এসেছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রতিভা পাতিল ৷ এরপর আর মূল্যবান ছবিগুলি বের করা হয়নি ৷

প্রদর্শনী দেখতে আসা দর্শকদের মধ্যে প্রাচী মান্না, মুস্কান প্রিয়া ও প্রয়াঞ্জলি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের আঁকা ছবি এত কাছ থেকে দেখতে পাচ্ছি, এটা ভাবতেও পারছি না । অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে ৷ এত সুন্দর স্কেচ, পেইন্টিং অভাবনীয় ।"

ABOUT THE AUTHOR

...view details