পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বক্সি-অভিষেক বৈঠকের পর তৃণমূলে সাংগঠনিক রদবদল কি সময়ের অপেক্ষা - Organisational Reshuffle in TMC

Organisational Reshuffle in TMC: তৃণমূলের সাংগঠনিক রদবদলের সমূহ সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ অন্তত গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির বৈঠকের পর, তেমনটাই মনে করা হচ্ছে ৷ আরজি কর আবহে তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে এই বৈঠক ছিল বলে সূত্রে খবর ৷

Chance of Organisational Reshuffle in TMC
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 4:09 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ হাতে আর দেড় বছরের কিছু বেশি সময় ৷ এই অবস্থায় দলীয় সংগঠন আরও সক্রিয় করতে তৎপর হল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ বিশেষ করে আরজি কর আবহে অস্বস্তিতে পড়েছে তৃণমূল এবং রাজ্য সরকার ৷ সেই অস্বস্তি কাটিয়ে 'স্বমহিমায়' ফিরতে তৎপর রাজ্যের শাসকদল ৷ তাই পুজো শেষ হলেই দলীয় সংগঠনকে 'অ্যাকশন মোডে' চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

জানা গিয়েছে, 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুই শীর্ষনেতা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠক হয় ৷ মূলত, এই বৈঠকে সাংগঠনিক ঘাটতি ও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়েছে ৷ তৃণমূল সূত্রের খবর, সেই বৈঠকে তৃণমূলকে আগের চেহারায় ফেরানোর জন্য রোডম্যাপ তৈরি করেছেন অভিষেক এবং সুব্রত ৷

যতদূর জানা যাচ্ছে, আলোচনায় সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় আরজি কর প্রসঙ্গ উঠেছিল ৷ বর্তমানে আরজি কর আবহে তৃণমূলের সাংগঠনিক কর্মপদ্ধতি কী হওয়া উচিত, সেটাই ক্যামাক স্ট্রিটের অফিসে আলোচনার মূল বিবেচ্য বিষয় ছিল ৷ তৃণমূল কংগ্রেসের এক নেতার কথায়, 2025 সালকে গুরুত্বপূর্ণ বছর হিসাবেই দেখছে শীর্ষ নেতৃত্ব ৷ এক্ষেত্রে ঠিক হয়েছে, পয়লা জানুয়ারি থেকে দলীয় কর্মী ও সমর্থকদের বিভিন্ন কর্মসূচি দেওয়ার কথা বলা হচ্ছে ৷ শুধু দলের মাদার সংগঠন নয়, সমস্ত শাখা সংগঠনকে আলাদা-আলাদা করে দায়িত্ব দেওয়ার বিষয় ভাবছেন অভিষেক ৷

তৃণমূল সূত্রে খবর, প্রাথমিক আলোচনা হিসাবে দুই শীর্ষ নেতা বৈঠক করেছেন ৷ তাঁরা তাঁদের মতো করে একটা রোডম্যাপ তৈরি করার চেষ্টা করেছেন ৷ যদিও, পুরো বিষয়টিতে মঞ্জুরি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে পরবর্তী বৈঠক তৃণমূল নেত্রীর ডাকে কালীঘাটে হতে পারে বলে খবর ৷ কবে এই বৈঠক হবে, সেটা মমতার উপর নির্ভর করছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি বৈঠক সম্পর্কে তৃণমূল সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই দলের বিভিন্ন স্তরে সাংগঠনিক রদবদল দেখা যেতে পারে ৷

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়ে, আদতে তিনি সাংগঠনিক কাজ করছিলেন ৷ কিন্তু, সেই সাংগঠনিক কাজ কী ? তার প্রতিফলন বিগত দিনগুলিতে দেখা যায়নি ৷ মনে করা হচ্ছে, রাজ্য সভাপতির সঙ্গে আলোচনার ভিত্তিতেই আগামী দিনে এই সাংগঠনিক রদবদল হতে পারে ৷ আর সেক্ষেত্রে নতুন চেহারায় দেখা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে ৷

একইসঙ্গে তৃণমূলের তরফে সমস্ত শাখা সংগঠন এবং জেলা নেতৃত্বকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, বিজয়া সম্মিলনীকে সামনে রেখে দলের সাংগঠনিক জনসংযোগ শুরু করতে ৷ এক্ষেত্রে পুরনো নেতাদের সংবর্ধনা এবং তাঁদের ফিরিয়ে আনার প্রয়াসের কথাও বলা হয়েছে ৷ সংশয় একটাই, বর্তমানে আরজি কর আবহে সাধারণ মানুষের মধ্যে তৃণমূল ও সরকারকে নিয়ে একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ তৈরি হয়েছে ৷ এই সাংগঠনিক রদবদলের প্রস্তুতি কি সেই ক্ষোভকে প্রশমিত করতে সফল হবে ?

ABOUT THE AUTHOR

...view details