কলকাতা, 29 সেপ্টেম্বর: 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ হাতে আর দেড় বছরের কিছু বেশি সময় ৷ এই অবস্থায় দলীয় সংগঠন আরও সক্রিয় করতে তৎপর হল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ বিশেষ করে আরজি কর আবহে অস্বস্তিতে পড়েছে তৃণমূল এবং রাজ্য সরকার ৷ সেই অস্বস্তি কাটিয়ে 'স্বমহিমায়' ফিরতে তৎপর রাজ্যের শাসকদল ৷ তাই পুজো শেষ হলেই দলীয় সংগঠনকে 'অ্যাকশন মোডে' চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷
জানা গিয়েছে, 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুই শীর্ষনেতা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠক হয় ৷ মূলত, এই বৈঠকে সাংগঠনিক ঘাটতি ও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়েছে ৷ তৃণমূল সূত্রের খবর, সেই বৈঠকে তৃণমূলকে আগের চেহারায় ফেরানোর জন্য রোডম্যাপ তৈরি করেছেন অভিষেক এবং সুব্রত ৷
যতদূর জানা যাচ্ছে, আলোচনায় সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় আরজি কর প্রসঙ্গ উঠেছিল ৷ বর্তমানে আরজি কর আবহে তৃণমূলের সাংগঠনিক কর্মপদ্ধতি কী হওয়া উচিত, সেটাই ক্যামাক স্ট্রিটের অফিসে আলোচনার মূল বিবেচ্য বিষয় ছিল ৷ তৃণমূল কংগ্রেসের এক নেতার কথায়, 2025 সালকে গুরুত্বপূর্ণ বছর হিসাবেই দেখছে শীর্ষ নেতৃত্ব ৷ এক্ষেত্রে ঠিক হয়েছে, পয়লা জানুয়ারি থেকে দলীয় কর্মী ও সমর্থকদের বিভিন্ন কর্মসূচি দেওয়ার কথা বলা হচ্ছে ৷ শুধু দলের মাদার সংগঠন নয়, সমস্ত শাখা সংগঠনকে আলাদা-আলাদা করে দায়িত্ব দেওয়ার বিষয় ভাবছেন অভিষেক ৷