পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর হাসপাতালে ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ, তারপর... - RG KAR ROOF COLLAPSED

যত কাণ্ড আরজি করে ! দিনে দুপুরে হাসপাতালে ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ ৷ হইহই কাণ্ডে সেখানে ৷ ভয়ে রয়েছেন চিকিৎসক থেকে নার্সরা ৷

RG Kar medical college and Hospital
আরজি করে ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 4:39 PM IST

Updated : Nov 14, 2024, 4:58 PM IST

কলকাতা, 14 নভেম্বর: এ কী কাণ্ড ! আরজি কর হাসপাতালে ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ ৷ ব্যাহত অস্ত্রোপচার পরিষেবা । ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ । এ দিনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় আবারও খবরের শিরোনামে উঠে এল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ।

হাসপাতালের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালের ভিতরের অপারেশন থিয়েটারের ফলস সিলিং ভেঙে পড়ে । এটি মূলত ল্যাপরোস্কপির সার্জারি ঘর । আরজি কর হাসপাতালের ন্যায্যমূল্যে যে ওষুধের দোকান, ঠিক তার বিপরীতে রয়েছে এই সার্জারি বিভাগ । সেখানে আজ আচমকা এই বিপত্তি ঘটে । যদিও ওই সময় কোনও অস্ত্রপচার চলছিল না অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে ।

আরজি কর হাসপাতালে ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ (ইটিভি ভারত)

জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের প্রথম থেকেই সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নতির দাবি জানিয়ে এসেছিলেন । আরজি কর হাসপাতালে এই ঘটনা আরও একবার তাঁদের সেই দাবিকে জোরালো করছে ।

এ দিনের ঘটনা নিয়ে আরজি কর হাসপাতালের সার্জারি বিভাগের পিজিটি চিকিৎসক সংকেত দাস বলেন, "আমাদের সার্জারির জন্য চারটে ঘর আছে । সেখানে ল্যাপরোস্কপির জন্য এই ঘরটা ব্যবহার করা হয় ।

আরজি কর হাসপাতালে ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের ছাদ (নিজস্ব ছবি)

কিন্তু শেষ ছয় মাস এই ঘরটা ব্যবহার করা হচ্ছে না । কারণ, এই ঘরটার বেশ কিছু জায়গা ভেঙে গিয়েছিল । আমরা বলেছি, একাধিকবার ঘর মেরামতির জন্য, তা হয়নি । আজ সকালে যখন ঘরটা খোলা হয়, আমরা দেখি হুরমুড় করে বেশ কিছুটা অংশ ভেঙে পড়ল ।"

ফলস সিলিং ভেঙে পড়ে হাসপাতালের ভিতরের অপারেশন থিয়েটারে (নিজস্ব ছবি)

হাসপাতাল সূত্রে খবর, সকাল সাড়ে দশটার সময় আরজি কর হাসপাতালে সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে । যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে । চিকিৎসক সংকেত দাস আরও বলেন, "আজকে আমরা অল্পের জন্য বেঁচে গিয়েছি । কিন্তু একটা ঘরের সঙ্গে পাশের ঘরগুলোও তো যুক্ত রয়েছে । যদি কালকে পাশের ঘরটা ভেঙে পড়ে । তখন কী হবে ! আজ ওই ঘরে কোনও অপারেশন চলছিল না । কিন্তু যদি অন্য কোনও ঘরে এই ঘটনা ঘটে এবং সেখানে যদি অপারেশন চলে, তখন চিকিৎসক থেকে শুরু করে রোগী সকলের জীবন নিয়ে প্রশ্ন উঠবে । এর দায়টা কার?" এদিনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি ভয় ধরেছে নার্সদের মনেও ।

Last Updated : Nov 14, 2024, 4:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details