পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধ্বংসস্তূপ থেকে মিলল শেরুর দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে 11 - Garden Reach Building Collapse

Garden Reach Building Collpase: গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় সিন্ডিকেট যোগের খোঁজ পাওয়া যায় ৷ এলাকায় সিন্ডিকেট রাজ চালাতেন শেরু ৷ এই ঘটনার পর তাঁকে পাওয়া যাচ্ছিল না ৷ বৃহস্পতিবার রাতে ঘটনার 4 দিনের মাথায় তাঁর দেহ পায় উদ্ধারকারী দল ৷

ETV Bharat
গার্ডেনরিচের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 8:00 AM IST

Updated : Mar 22, 2024, 8:55 AM IST

কলকাতা, 22 মার্চ: গার্ডেনরিচের বহুতল নির্মীয়মান বাড়ি ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 11 ৷ বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় আব্দুল রউফ নিজামী ওরখে শেরুর দেহ ৷ তাঁর বয়স 45 ৷ রবিবার মধ্যরাতে গার্ডেনরিচের নির্মীয়মান বহুতল বাড়ি ভেঙে পড়ে ৷ সেদিন থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ জানা যায়, ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসির খুব কাছের মানুষ ছিলেন তিনি ৷ তাঁর খোঁজ চালাচ্ছিল লালবাজার ৷ শেষে বৃহস্পতিবার রাতে তাঁকে পায় উদ্ধারকারীরা ৷ রাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ ।

17 মার্চ, রবিবার, গার্ডেনরিচে ঝুপড়ির উপর নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ৷ এই ঘটনায় এলাকার সিন্ডিকেটের মাথার নাম পায় কলকাতা পুলিশ । রাতে বহুতলটি ভেঙে পড়ার সময় তার মধ্যেই ছিলেন আব্দুল রউফ নিজামি ওরফে শেরু ৷ শেরুর পরিবারও দাবি করে, বাড়ি ভেঙে পড়ার সময় তিনি সেখানেই সিন্ডিকেটের ঘরে ছিলেন । ধ্বংসস্তূপের তলায় আটকে ছিলেন বলেই মনে করা হচ্ছিল ।ঘটনার 4 দিনের মাথায় ধ্বংসস্তূপের নীচ থেকে মিলল শেরুর দেহ ৷

পুলিশ সূত্রে খবর, শেরু ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমের 'সেনাপতি' ছিলেন ৷ এলাকায় সিন্ডিকেট রাজ পরিচালনা করত শেরু ৷ তার অধীনে ছিল পরভেজ আহমেদ, শামিম শেখ এবং গুড্ডু-সহ কয়েকশো যুবক । এই ঘটনার তদন্ত নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানতে পারে শেরু এলাকার ত্রাস ছিলেন ৷ কোন প্রোমোটার কোন এলাকায় কাজ করবেন, তা দেখভালের দায়িত্ব ছিল শেরুর উপর ৷ তবে কে শেরুকে এই দায়িত্ব দিয়েছিল ? শেরুর মাথার উপর কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে, তা জানার চেষ্টা চলছে ৷

শেরুর দেহ উদ্ধারের পর গার্ডেনরিচের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 11 ৷ এছাড়া 15 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁদের মধ্যে তিনজন- মইনুল হক, সাহিলুদ্দিন গাজী, মুসরত জাহান এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে ৷ তাঁদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

এর মধ্যে বুধবার রাতে মুসরত জাহানারা শিরদাঁড়ায় অস্ত্রোপচার হয় ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ অন্যদিকে বাড়ি ভেঙে পড়ে মইনুল দীর্ঘক্ষণ তার তলায় আটকে ছিলেন ৷ সোমবার রাতেই তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয় ৷ পরে তাঁকে ভেন্টেলেশনে রাখলেও বুধবার রাতে তাঁকে স্থানান্তরিত করা হয় ট্রমা কেয়ার বিভাগে ক্রিটিক্যাল কেয়ারে ৷ তিনিও অনেকটাই স্থিতিশীল ৷ আরেক দিকে সাহিলুদ্দিন গাজীর কোমরের নীচের অংশ ভেঙে গিয়েছে ৷ তাঁর অস্ত্রোপচার করার কথা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচকাণ্ডে 'সিন্ডিকেটের মাথা' শেরু কোথায়? হন্যে হয়ে খুঁজছে লালবাজার
  2. গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !
  3. গার্ডেনরিচ বিপর্যয়ে তদন্তকারী হাতে নয়া তথ্য, নাম জুড়ল আরও এক প্রোমোটারের
Last Updated : Mar 22, 2024, 8:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details