মালদা, 20 জানুয়ারি: মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে খুনের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল আরও এক দুষ্কৃতী ৷ বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার করা হয়েছে এই খুনের ঘটনায় জড়িত শার্প-শুটার 22 বছর বয়সি মহম্মদ আসরারকে ৷ তার বাড়ি পূর্ণিয়ার জেলার বাইসি থানা এলাকায় ৷ মালদা জেলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ এই ঘটনায় এ নিয়ে মোট আট জনকে গ্রেফতার করা হল ৷ এখনও অধরা ঘটনার মূল পাণ্ডা কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদব ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
উল্লেখ্য, ইংরেজবাজার পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকারকে খুনের ঘটনায় আগেই সাত জনকে গ্রেফতার করা হয়েছিল ৷ ধৃতদের মধ্যে তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাও রয়েছেন ৷ তাঁরা দু’জন এই ঘটনার মূল চক্রী বলে দাবি পুলিশের ৷ যদিও নরেন্দ্রনাথের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার ৷ এর পিছনে বড় মাথা রয়েছে ৷ প্রথম দিন থেকে একই দাবি করে আসছেন নিহত নেতার স্ত্রী চৈতালি ঘোষ সরকার ৷ এমনকি নরেন্দ্রনাথের গ্রেফতারির পরও সেই দাবি বজায় রেখেছেন তিনি ৷