পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের - CYCLONE REMAL EFFECTS - CYCLONE REMAL EFFECTS

Cyclone Remal Landfalls: রেমাল কাড়ল প্রাণ ৷ রাত বারোটা নাগাদ তাণ্ডব রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়েছে ৷ দু'ঘণ্টা ধরে যে ধ্বংসলীলা রেমাল দেখিয়েছে তাতে শহর কলকাতার একাংশ জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ রাস্তায় একাংশ জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বিবি বাগানের এক বাসিন্দার উপর বাড়ির চাঙর ভেঙে পড়ায় প্রাণ গিয়ছে তাঁর ৷

Cyclone Remal Landfalls
রবির মাঝরাতে রেমালের তাণ্ডব (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 7:24 AM IST

Updated : May 27, 2024, 9:38 AM IST

কলকাতা, 27 মে: ঘূর্ণিঝড় রেমালে শহর কলকাতায় প্রাণ গেল এক জনের। চাঙর খসে পড়ে মৃত্যু হয়েছে বিবি বাগানের বাসিন্দা এসকে সাজিদের (48)। রেমাল-দুর্যোগের মধ্যে পুরনো বাড়ির একাংশ তাঁর মাথায় পড়ে মৃত্যু হল প্রৌঢ়ের।

স্থানীয় সূত্রে খবর, ঝড়ের সময় ছেলেকে খুঁজতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় এই বিপত্তি ঘটে ৷ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই তাঁকে নিয়ে যায় এনআরএস হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় ওই ব্যক্তিকে। এছাড়াও ক্যামাক স্ট্রিটের একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়েছে। অন্যদিকে, শহর কলকাতায় ব্যাপক ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য বহু এলাকাতেই গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বহু রাস্তায় গাছ পড়ে গিয়ে বাধা হয়ে দাঁড়ায়। তার সঙ্গে রাস্তায় জমেছে জল।

রেমালের তাণ্ডব (ইটিভি ভারত)

আরও পড়ুন:ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, উপকূলবর্তী এলাকা থেকে সরানো হল প্রায় 30 হাজার মানুষকে

যদিও পুরো বিষয়টি তদারকি করছে পৌরনিগম। ঠিক রাত সাড়ে দশটার সময় থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ঘূর্ণিঝড় রেমালের। প্রায় দু'ঘণ্টা ধরে হয় ল্যান্ডফল প্রক্রিয়া। সেই সময় থেকেই শহর কলকাতায় দেখা যায় ঝোড়ো হাওয়া। যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমে। তবে সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ সারাদিনই চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হয়েছে। জেলাগুলিতে গতকাল সারাদিন বৃষ্টির লাল সতর্কতা জারি ছিল।

কলকাতা পৌরনিগমের সূত্রে খবর, রেমালের তাণ্ডবে শহরের কয়েকটি জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে। শিয়ালদায় একজন আহত হয়েছেন ৷ বাড়ির পাঁচিল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে ক্যামাক স্ট্রিটে। ঘটনাস্থলে পৌঁছেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

আরও পড়ুন:

  1. আতঙ্কের রাত সুন্দরবনে, আছড়ে পড়ল রেমাল
  2. ধেয়ে আসছে রেমাল ! বাংলার থেকে কত দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় ?
Last Updated : May 27, 2024, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details