পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিংয়ে তুলে আছড়ে মারল ষাঁড়! মৃত্যু ব্যক্তির, আতঙ্কে গ্রামবাসী

Died in Bull Attack: গ্রামজুড়ে ষাঁড়ের আতঙ্ক ৷ সোমবার দুপুরে এরই মধ্যে ঘটে গিয়েছে এক দুর্ঘটনা। ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। গ্রামবাসীরা চাইছেন ষাঁড়ের আক্রমণ থেকে তাঁদের রক্ষা করুক প্রশাসন বা বন দফতর।

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 8:21 AM IST

Updated : Jan 30, 2024, 3:19 PM IST

শিংয়ে তুলে ব্যক্তিকে আছড়ে মারল ষাঁড়
Died in Ox Attack

শিংয়ে তুলে ব্যক্তিকে আছড়ে মারল ষাঁড়

ঘাটাল, 29 জানুয়ারি: গ্রামজুড়ে আতঙ্কের একটাই কারণ তা হল ষাঁড়। ষাঁড়ের আক্রমণে ইতিমধ্যেই একজনের প্রাণ গিয়েছে ৷ এর পাশাপাশি আহত হয়েছেন গ্রামের একাধিক মানুষ। গ্রামবাসীরা চাইছেন প্রশাসন এবং বন দফতর থেকে ব্যবস্থা নিক ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড শুকচন্দ্রপুর গ্রামে।

ঘটনাক্রমে জানা যায়, শুকচন্দ্রপুর এলাকায় কয়েক মাস ধরে ঘুরে বেড়াচ্ছে একটি ষাঁড়। ওই ষাঁড়টি যখন-তখন এলাকাবাসীদের আক্রমণ করছে। গত কয়েকদিন আগে যমুনা ঘোড়ুই নামে এক মহিলা-সহ বেশ কয়েকজন আহত হয় ষাঁড়ের গুঁতোয়। সোমবার দুপুর নাগাদ ওই এলাকার বাসিন্দা তিনকৌড়ি সামন্ত স্নান করে জামা শুকোতে দেওয়ার সময় হঠাৎ তাঁকে আক্রমণ করে ষাঁড়টি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ষাঁড়ের কারণে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। ষাঁড়ের ভয়ে কার্যত বাড়ি থেকে বেরোতেই চাইছেন না পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। তাঁরা চাইছেন, ষাঁড়ের আক্রমণ থেকে রক্ষা করুক প্রশাসন বা বন দফতর। মৃতের ছেলে নবকুমার সামন্ত বলেন, "এই বুনো ষাঁড় কোথা থেকে এসেছে আমরা জানি না। এসেই এলাকার মানুষকে আক্রমণ করছে। যাকে-তাকে যখন খুশি মেরে ফেলছে ৷ আজ আমার বাবা যখন স্নান করে ফিরছিলেন সেই সময় পিছন থেকে শিংয়ে উঠিয়ে নিয়ে আছাড় মারে ৷ প্রশাসন কেন কিছু করছে না ৷ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিকার চাইছি।"

এর আগে চলতি মাসেই হুগলির তারকেশ্বর জোৎসম্ভু এলাকায় এক যুবককে আচমকাই একটি ষাঁড় রাস্তায় ফেলে গুঁতোতে শুরু করে ৷ ওই যুবকের একেবারে গলার কাছে শিং ঢুকে যায় ষাঁড়ের। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎকরা মৃত ঘোষণা করেন ৷

আরও পড়ুন:

  1. মহেশতলায় হনুমানের তাণ্ডব, আহত বেশ কয়েকজন এলাকাবাসী
  2. গ্রামে উন্মত্ত দাঁতালের তাণ্ডবে মৃত্যু তরুণীর
  3. মাঝরাতে হাতির হানা, লণ্ডভণ্ড একাধিক ঘরবাড়ি; দেখুন ভিডিয়ো
Last Updated : Jan 30, 2024, 3:19 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details