ETV Bharat / state

24 ঘণ্টায় 18টি যমজ সন্তানের জন্ম বর্ধমান মেডিক্যালে, চিকিৎসকদের দাবি রাজ্যে প্রথম

রাজ্যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন ৷ এরই মধ্যে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 9 প্রসূতি মা যমজ সন্তানের জন্ম দিলেন ৷ মা ও শিশুরা সুস্থ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Burdwan Medical College and Hospital
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ফাইল চিত্র)

বর্ধমান, 18 অক্টোবর: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 18টি যমজ শিশুর জন্ম হয়েছে 24 ঘণ্টার মধ্যে ৷ মা ও সদ্যোজাত সবাই সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ঘটনা রাজ্যে প্রথম বলে দাবি চিকিৎসকদের ৷ কর্মবিরতির মধ্যেও এই কাজ সামাল দিয়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টায় পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলজেে 18 জন যমজ শিশুর জন্ম হয়েছে ৷ সাধারণত প্রতি 80 জনের মধ্যে একজনের যমজ শিশুর জন্ম হয় ৷ এদিন 9 জন প্রসূতির মধ্যে 8 জনের সিজারিয়ান পদ্ধতিতে এবং একজনের নর্মাল ডেলিভারি হয়েছে ৷ তাঁরা বাঁকুড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম ও বর্ধমানের বাসিন্দা ৷ 11 জন চিকিৎসকের একটি মেডিক্যাল টিম মা ও সদ্যোজাতদের দেখভালের দায়িত্বে ছিলেন ৷

24 ঘণ্টায় 18টি যমজ সন্তানের জন্ম বর্ধমান মেডিক্যালে (ইটিভি ভারত)

গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মলয় সরকার বলেন, "গত 24 ঘণ্টায় মোট ন'টি যমজ ডেলিভারি হয়েছে ৷ এত সংখ্যক টুইন ডেলিভারি সারা রাজ্যে কোথাও হয়েছে কি না, আমার জানা নেই ৷ এর মূল কারণ বর্ধমান রেফারেল সেন্টার ৷"

তিনি আরও বলেন, "বিভিন্ন জায়গা থেকে হাই-রিক্স প্রেগন্যান্সি বলে অনেককে রেফার করা হয়েছে ৷ কর্মবিরতির মধ্যেও রোগীর পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে ৷ আমাদের গাইনি বিভাগের জুনিয়র ডাক্তাররা এই চাপ হাসিমুখে সামাল দিয়েছে ৷ 9টি টুইন ডেলিভারির মধ্যে 8টি অস্ত্রোপচার এবং একটি স্বাভাবিক প্রসব হয়েছে ৷ মা ও তাঁর সদ্যোজাতরা সবাই ভালো আছে ৷ আমার 25 বছরের জীবনে এই ধরনের ঘটনা ঘটেনি বা কোনও দিন শুনিনি ৷ আসলে 80টি ডেলিভারির মধ্যে একটা টুইন ডেলিভারি হয় ৷ সেখানে 24 ঘণ্টার মধ্যে 9টি টুইন ডেলিভারি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রেকর্ড হয়ে থাকবে ৷"

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট তথা উপাধ্য়ক্ষ ডাঃ তাপস ঘোষ বলেন, "গত 24 ঘণ্টায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে অভূতপূর্ব ঘটনা ঘটেছে ৷ 9 জন মায়ের টুইন প্রেগন্যান্সি ছিল ৷ তাঁদের দু'টি করে মোট 18টি শিশুর জন্ম হয়েছে ৷ এর আগে গড়ে দিনে তিন থেকে চারটি টুইন প্রেগন্যান্সির রিপোর্ট আছে ৷ কিন্তু একইদিনে নয় জন টুইন প্রেগন্যান্সি ভাবা যায় না ৷ যেখানে সকলেই সুস্থ আছেন ৷" তিনি আরও জানান, টুইন প্রেগন্যান্সি খুবই ঝুঁকিপূর্ণ ৷ সেক্ষেত্রে দু'টি শিশুর ওজন সিঙ্গল প্রেগন্যান্সির থেকে কম হয়, ফলে ঝুঁকি থেকেই যায় ৷

বর্ধমান, 18 অক্টোবর: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 18টি যমজ শিশুর জন্ম হয়েছে 24 ঘণ্টার মধ্যে ৷ মা ও সদ্যোজাত সবাই সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ঘটনা রাজ্যে প্রথম বলে দাবি চিকিৎসকদের ৷ কর্মবিরতির মধ্যেও এই কাজ সামাল দিয়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টায় পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলজেে 18 জন যমজ শিশুর জন্ম হয়েছে ৷ সাধারণত প্রতি 80 জনের মধ্যে একজনের যমজ শিশুর জন্ম হয় ৷ এদিন 9 জন প্রসূতির মধ্যে 8 জনের সিজারিয়ান পদ্ধতিতে এবং একজনের নর্মাল ডেলিভারি হয়েছে ৷ তাঁরা বাঁকুড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম ও বর্ধমানের বাসিন্দা ৷ 11 জন চিকিৎসকের একটি মেডিক্যাল টিম মা ও সদ্যোজাতদের দেখভালের দায়িত্বে ছিলেন ৷

24 ঘণ্টায় 18টি যমজ সন্তানের জন্ম বর্ধমান মেডিক্যালে (ইটিভি ভারত)

গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মলয় সরকার বলেন, "গত 24 ঘণ্টায় মোট ন'টি যমজ ডেলিভারি হয়েছে ৷ এত সংখ্যক টুইন ডেলিভারি সারা রাজ্যে কোথাও হয়েছে কি না, আমার জানা নেই ৷ এর মূল কারণ বর্ধমান রেফারেল সেন্টার ৷"

তিনি আরও বলেন, "বিভিন্ন জায়গা থেকে হাই-রিক্স প্রেগন্যান্সি বলে অনেককে রেফার করা হয়েছে ৷ কর্মবিরতির মধ্যেও রোগীর পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে ৷ আমাদের গাইনি বিভাগের জুনিয়র ডাক্তাররা এই চাপ হাসিমুখে সামাল দিয়েছে ৷ 9টি টুইন ডেলিভারির মধ্যে 8টি অস্ত্রোপচার এবং একটি স্বাভাবিক প্রসব হয়েছে ৷ মা ও তাঁর সদ্যোজাতরা সবাই ভালো আছে ৷ আমার 25 বছরের জীবনে এই ধরনের ঘটনা ঘটেনি বা কোনও দিন শুনিনি ৷ আসলে 80টি ডেলিভারির মধ্যে একটা টুইন ডেলিভারি হয় ৷ সেখানে 24 ঘণ্টার মধ্যে 9টি টুইন ডেলিভারি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রেকর্ড হয়ে থাকবে ৷"

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট তথা উপাধ্য়ক্ষ ডাঃ তাপস ঘোষ বলেন, "গত 24 ঘণ্টায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে অভূতপূর্ব ঘটনা ঘটেছে ৷ 9 জন মায়ের টুইন প্রেগন্যান্সি ছিল ৷ তাঁদের দু'টি করে মোট 18টি শিশুর জন্ম হয়েছে ৷ এর আগে গড়ে দিনে তিন থেকে চারটি টুইন প্রেগন্যান্সির রিপোর্ট আছে ৷ কিন্তু একইদিনে নয় জন টুইন প্রেগন্যান্সি ভাবা যায় না ৷ যেখানে সকলেই সুস্থ আছেন ৷" তিনি আরও জানান, টুইন প্রেগন্যান্সি খুবই ঝুঁকিপূর্ণ ৷ সেক্ষেত্রে দু'টি শিশুর ওজন সিঙ্গল প্রেগন্যান্সির থেকে কম হয়, ফলে ঝুঁকি থেকেই যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.