ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজারমূল্য 12 কোটি টাকা, জার ভরতি সাপের বিষ-সহ গ্রেফতার 1 - বিএসএফ

Snake Venom: দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত এলাকা থেকে 12 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিএসএফ ৷ সঙ্গে এক পাচারকারীকে আটকও করে বিএসএফ জওয়ানরা ৷ জানা গিয়েছে, হিলি সীমান্তবর্তী উত্তর জামালপুরের একটি বাড়ি থেকে এই সাপের বিষ উদ্ধার হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 10:31 AM IST

Updated : Feb 9, 2024, 11:24 AM IST

বালুরঘাট, 9 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের আগে একটি কাঁচের জার ভরতি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ ৷ বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের উত্তর জামালপুর এলাকায় ৷ এই ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার হওয়া পাচারকারীর নাম তপন অধিকারী, বয়স 50 বছর ৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার সময় বালুরঘাট বন দফতরের হাতে সাপের বিষ ভরতি জার ও ধৃতকে তুলে দেয় বিএসএফ ৷ বাজেয়াপ্ত হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা বলে জানা গিয়েছে ৷

বন দফতরের তরফে জানান হয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বিএসএফ হিলি থানার ত্রিমোহিনী এলাকার উত্তর জামালপুরে তপন অধিকারীর বাড়িতে অভিযান চালায় ৷ সেই অভিযানেই এই বিপুল পরিমাণ সাপের বিষ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তাঁর বাড়ি থেকেই তপন অধিকারীকে আটক করে বিএসএফ ৷ এর পর বিএসএফের তরফে যোগাযোগ করা হয় বালুরঘাট বন দফতরের সঙ্গে ৷ পুরো বিষয় সম্পর্কে তাদের অবগত করে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা ৷ পরবর্তী সময়ে সাপের বিষ ও ধৃত তপন অধিকারীকে বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷

বালুরঘাট বন দফতরের রেঞ্জার সুকান্ত ওঝা জানান, বিএসএফ একটি গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় ৷ সেই অভিযানেই এই জার ভরতি সাপের বিষ বাজেয়াপ্ত হয়েছে ৷ সঙ্গে তপন অধিকারী নামে এক পাচারকারীকে আটক করেছে ৷ তবে, এই সাপের বিষ পাচারের সঙ্গে একা তপন জড়িত নন ৷ এর সঙ্গে আরও অনেকে রয়েছে বলেই অনুমান বন দফতরের ৷ কে বা কারা ধৃত ব্যক্তিকে দিয়ে এই সাপের বিষ পাচার করাচ্ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বন দফতরের আধিকারিকরা ৷ আপাতত ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর ৷ সেই সঙ্গে উদ্ধার হওয়া সাপের বিষ ল্যাবে পাঠানো হবে পরীক্ষার জন্য ৷

আরও পড়ুন:

  1. কুলটিতে উদ্ধার কোটি টাকা মূল্যের সাপের বিষ, গ্রেফতার চার পাচারকারী
  2. জার ভর্তি সাপের বিষ উদ্ধার, আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা
  3. সীমান্ত থেকে দেড় কোটির 22টি সোনার বিস্কুট-সহ ধৃত মহিলা পাচারকারী
Last Updated : Feb 9, 2024, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details