গঙ্গাসাগর, 6 জানুয়ারি: সীমানা পেরিয়ে বাঘ পশ্চিমবঙ্গে এলে উদ্ধারে আসতে হবে সে রাজ্যের বনকর্মীদের ৷ গঙ্গাসাগর থেকে সোমবার পড়শি রাজ্যের প্রতি এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সম্প্রতি ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে সীমানা পেরিয়ে জিনাত নামে একটি রয়াল বেঙ্গল টাইগার ঢুকে গিয়েছিল বাংলায় ৷ জিনাতকে উদ্ধার করে এই রাজ্যের বন দফতর ৷ বাঘিনীকে উদ্ধার করে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে ৷ কেন জিনাতকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা এনটিসি । তাতেই কি ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ? ওই চিঠির পেছনে কি ওড়িশার বিজেপি সরকারের কলকাঠি দেখছেন তিনি ? এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "সীমান্ত পেরিয়ে যে বাঘ ঢুকে পড়েছে বাংলায়, ওড়িশা সরকারের অফিসারেরাই তাকে এসে উদ্ধার করে নিয়ে যাক ।" ওড়িশা সরকারকে তাঁর এই বার্তা যথেষ্ট তাৎপর্যবহ ৷
প্রসঙ্গত, সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাঘ নিয়ে ওড়িশার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "একটি বাঘ পাঁচটা জঙ্গল পেরোল । পাঁচটা জেলা আতঙ্কে ছিল । স্কুল বন্ধ ছিল । যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগের কর্মীরা মিলে উদ্ধার করল, তখনই ফোন আসতে শুরু করল, তাড়াতাড়ি ফিরিয়ে দাও । আমরা ফিরিয়ে দিলাম । আবার একটা বাঘ ঢুকেছে কালকে ।"