পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রবাসী শিল্পীর তুলিতে পুরনো ও নতুন কলকাতা-হাওড়া, ক্যানভাসে ছুটছে টাইম মেশিন ! - NRI Artist Exhibition - NRI ARTIST EXHIBITION

NRI Artist Exhibition: প্রবাসী শিল্পী অম্বরনাথ সিংহের রং-তুলিতে ফুটে উঠল পুরনো ও নতুন কলকাতা-হাওড়া ৷ ক্যানভাসে যেন ছুটে চলল টাইম মেশিন ৷ সেই টাইম মেশিনের হাত ধরেই প্রদর্শনী জুড়ে শিল্পীর ভালোবাসার দুই শহরের অতীত ও বর্তমানের ছবি ৷ কোথায় চলছে প্রদর্শনী ? কতদিন চলবে ?

ETV BHARAT
প্রবাসী শিল্পীর তুলিতে পুরনো ও নতুন কলকাতা-হাওড়া (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 8:27 PM IST

কলকাতা, 30 অগস্ট: প্রবাসী শিল্পীর রং ও তুলিতে ফুটে উঠল পুরনো ও নতুন শহরের চালচিত্র ৷ কলকাতা থেকে হাওড়া, ক্যানভাসে যেন ইতিউতি ছুটে বেড়াল টাইম মেশিন ৷ আর সেই টাইম মেশিনে চেপেই প্রদর্শনী জুড়ে ঘুরে বেড়ানো শিল্পীর ভালোবাসার দুই শহরের অতীত ও বর্তমানের ছবিতে ৷

প্রবাসী শিল্পীর তুলিতে পুরনো ও নতুন কলকাতা-হাওড়া (নিজস্ব ভিডিয়ো)

কর্মজীবনের সুবাদে গত 25 বছরেরও বেশি সময় ধরে রাজ্যের বাইরেই বসবাস ৷ তবু শিকড়ের টানে বারবার ঘরে ফিরে আসতে হয়েছে শিল্পী অম্বরনাথ সিংহকে । কলকাতা ও হাওড়ার বেশকিছু খণ্ডচিত্র ধরা পড়েছে তাঁর আঁকায় । এমনই 22টি ছবি নিয়ে চলছে তাঁর একক চিত্র প্রদর্শনী, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে ৷

পুরাতন এবং নতুনের মেলবন্ধন হয়েছে তাঁর প্রায় সবক'টি ছবিতে । তাই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে 'লস্ট অ্যান্ড ফাউন্ড'। গত 27 অগস্ট এই প্রদর্শনীর উদ্বোধন করেন অশোক বিশ্বনাথন । আধুনিক জীবন ভালো না খারাপ ? এই প্রশ্নের চুলচেরা বিচার শিল্পী করেননি । বরং অম্বরনাথ সিংহ খুব সুন্দরভাবে পুরাতন এবং নতুনকে একসঙ্গে তুলে ধরেছেন তাঁর ক্যানভাসে । তাঁর আঁকা ছবিগুলি দর্শকদের যেমন টাইম মেশিনে করে ফেলে আসা দিনে নিয়ে যাবে, তেমনই সেই টাইম মেশিনই দর্শকদের আবার ফিরিয়ে আনবে বর্তমানে ।

রং-তুলিতে দুর্গাপুজো (নিজস্ব চিত্র)

প্রায় 25 বছর আগে কাজের সূত্রে শহর ছেড়েছিলেন অম্বরনাথ সিংহ । আজ তিনি শুধু এক সফল তথ্যচিত্র পরিচালকই নন, নাম করেছেন অ্যানিমেশনের জগতেও । টেলিভিশন ও বিজ্ঞাপনের জগতেও তাঁর অবাধ বিচরণ । তবুও কথায় কথায় শিল্পী বললেন, "সব পেয়েছি, তবু মন পড়ে থাকে এখানেই ।"

ক্যানভাসে পুরনো ও নতুন কলকাতা-হাওড়া (নিজস্ব চিত্র)

বিখ্যাত সঙ্গীতশিল্পী নীল ডায়মন্ডের গান, 'আই সেইড, আই অ্যাম' উদ্ধৃত করে তিনি বলেন, প্রবাসী হওয়ায় তাঁর মনেও এক সময় দ্বন্দ্ব ছিল ৷ তিনি কি শুধুই প্রবাসী ? নাকি তিনি এখনও এই শহরেরই মানুষ ? শিল্পী স্বীকার করে নেন যে, সে দ্বন্দ্ব তাঁর আর নেই । নাড়ির টান এখানেই । তাই কলকাতা ও হাওড়া নিয়ে তাঁর এই অভিনব প্রদর্শনী ।

25 বছর আগের এবং 25 বছর পরের হাওড়া ও কলকাতার বিভিন্ন দৃশ্য তাঁর আঁকার মধ্যে তুলে ধরেছেন অম্বরনাথ সিংহ । হাওড়া-কলকাতায় তাঁর বেড়ে ওঠার সময়ের জীবনকাহিনী আর 25 বছর পরে তিনি ফিরে এসে নতুনভাবে মহানগরীতে কী পেয়েছেন, এই নিয়েই তাঁর ছবির গল্প - লস্ট অ্যান্ড ফাউন্ড ।

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে প্রদর্শনী (নিজস্ব চিত্র)

শিল্পীর কথায়, জীবন সবসময় অসাধারণ । প্রতি মুহূর্তে চমক । সেটাই তো কাম্য । তাই তাঁর ছবির মধ্যে কোনও দুঃখ নেই । বলা যেতে পারে, নস্টালজিয়া নেই । জীবন পরিবর্তনশীল । সেটিকে মেনে নিয়েই তাই তাঁর ছবিতে যেমন পুরনো দিনের চালচিত্র আছে, তেমনই আছে আজকের কলকাতা-হাওড়ার রূপরেখা । তাই তাঁর যেমন মনে পড়ে ছেলেবেলায় বিশ্বকর্মা পুজোয় আকাশভরা ঘুড়ির মেলা বা পাড়া-বেপাড়ার সবাইকে একসঙ্গে নিয়ে তাঁদের বৈঠকখানার ঘরে বসে ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলা উপভোগ করার সুখস্মৃতি, তেমনই আবার গঙ্গার তলায় মেট্রো বা বৃষ্টিভেজা মহাত্মা গান্ধি রোডের বিকেলের দৃশ্য অথবা হাওড়ার অলিগলিও ধরা পড়েছে তাঁর রঙ-তুলিতে ।

শিল্পী বলেন, এছাড়া কিছু জিনিস আদি ও অকৃত্রিম । তা আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে - যেমন দুর্গাপুজোয় মানুষের উদ্দীপনা বা ইডেনে ক্রিকেটপ্রেমী মানুষের আবেগ ।

27 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী (নিজস্ব চিত্র)

অম্বরনাথের আঁকার হাতেখড়ি তাঁর বাবা স্বর্গীয় রণেন্দ্রনাথ সিংহের কাছেই ৷ যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের কৃতী ছাত্রও ছিলেন । তাই এই প্রদর্শনী অম্বরনাথ তাঁর বাবা ও মা স্বর্গীয়া চিত্রা সিংহকে উৎসর্গ করেছেন । শিল্পী বলেন, এটি এক অনন্য প্রদর্শনী, যার পরতে পরতে চমক লুকিয়ে আছে ।

27 অগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী ৷ সময় রোজ দুপুর 12টা থেকে রাত 8টা ৷

ABOUT THE AUTHOR

...view details