গ্যাংটক, 30 নভেম্বর: পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য সুখবর । পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তর সিকিম । 1 ডিসেম্বর থেকে উত্তর সিকিমের মঙ্গন জেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার । লাচুং বেড়াতে যাওয়ার জন্য 1 ডিসেম্বর থেকেই অনলাইনে গাড়ির পারমিট দেওয়া হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর ।
তবে লাচেনের পারমিট দেওয়া হবে 10 ডিসেম্বর থেকে । একই সঙ্গে গুরুদংমার, চুংথান ও থাঙ্গুর পারমিট 10 ডিসেম্বর থেকেই দেওয়া হবে । লাচুংয়ের পাশাপাশি ইয়ুমথাং, জিরো পয়েন্টেরও পারমিট 1 ডিসেম্বর থেকেই দেওয়া হবে ।
মূলত, 2023 সালের অক্টোবর মাসে তিস্তার হ্রদ ভেঙে ও মেঘভাঙা বৃষ্টির ফলে বন্যা ও ধসের ঘটনা ঘটেছিল । তাতে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় । ভেসে একাধিক সেতু । তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লাচেন, লাচুং, চোপকা উপত্যকার একাধিক পর্যটন কেন্দ্রের । লাচেন, লাচুংয়ের সড়ক পরিস্থিতি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় ।
বৈঠকে ঠিক হয়, লাচেন, লাচুং খুলে দেওয়া হলেও পর্যটকদের গাড়ির সংখ্যা বেঁধে দেওয়া হবে । একদিন আগে অনলাইনে আবেদনের ভিত্তিতে পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । প্রাথমিক ভাবে নাইট স্টে’র ওপর নিষেধাজ্ঞা থাকছে । বৈঠকে জেলা পুলিশ সুপার সোনম দেচু ভুটিয়ার প্রস্তাব, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য গাড়ির সংখ্যা বেঁধে দেওয়া উচিত । অন্যথায় সমস্যা বাড়বে। রাজ্যের পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর সোনম রিনচেন বলেন, ‘‘উত্তর সিকিম খুলে দেওয়ার ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"
অ্যাসোসিয়েশেন ফর কনজারভেশন অব ট্যুরিজমের তরফে রাজ বসু বলেন, "1 ডিসেম্বর থেকে উত্তর সিকিম খুলে যাওয়া শুভ সংকেত । এলাকার পর্যটন সার্কিট সম্পূর্ণ হবে।" ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস মৈত্র বলেন, "সিকিম থেকে মোটর ভেহিক্যালস সংগঠনের তরফে 1 ডিসেম্বর থেকে উত্তর সিকিম খুলছে বলে জানানো হয়েছে । পর্যটক পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে ।"