পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনা টিকিটে টেনে ভ্রমণ, জরিমানা থেকে রেলের আয় প্রায় 67 কোটি! - Indian Railway

Fine without Tickets: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ যাত্রীদের পকেট খসালেও লক্ষ্মীলাভ রেলের ৷ 79 লক্ষ যাত্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জরিমানা বাবদ আয় করল 66.27 কোটি টাকা ।

Fine without Tickets
বিনা টিকিটে জরিমানা থেকে রেলের আয় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 5:34 PM IST

জলপাইগুড়ি, 23 মে: বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা আইন ভাঙা ৷ তবে প্রায়শ্যই নিয়ম বিরুদ্ধ কাজ করতে দেখা যায় যাত্রীদের ৷ আর তাতেই বিপুল লক্ষ্মীলাভ হল রেলের ৷ 79 লক্ষ যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জরিমানা বাবদ আদায় করল 66.27 কোটি টাকা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিয়মিতভাবে টিকিট পরীক্ষার অভিযান চালানো হয় । বিনা টিকিটে ও অনিয়মিত ভ্রমণকারীদের বিরুদ্ধে ক্রমাগত নজরদারি চালাায় রেলওয়ে । চলতি বছরে 1 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত এরকমই বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের বিরুদ্ধে অভিযানের চালিয়েছিল রেল ৷ আর এতেই ভ্রমণকারীদের কাছ থেকে 10.65 কোটি টাকারও অধিক অর্থ সংগ্রহ করা হয়েছে বলে জানান উত্তরপুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, 2023 সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণকারী 79 লক্ষ 3 হাজার 170 জন যাত্রীকে চিহ্নিত করা হয়েছে । তাদের থেকে ভাড়া এবং জরিমানা বাবদ 66.27 কোটি টাকা আদায় করা হয়েছে । অন্যদিকে 2022-23 অর্থবর্ষে জরিমানা বাবদ টাকা আদায়ের পরিমাণটা ছিল 62.98 কোটি। 77 লক্ষ 8 হাজার 808 জন যা ত্রীার কাছ থেকে নেওয়া হয়েছিল । ফলে ওই অর্থবর্ষের তুলনায় 2023-24 5.23 শতাংশ বেশি আয় হয়েছে রেলের ।

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে জরিমানা এড়ানোর জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে উপযুক্ত বৈধ টিকিট এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভ্রমণ করার জন্য সচেতন করা হচ্ছে । যাত্রীরা নিজেদের স্মার্ট ফোন থেকে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অসংরক্ষিত টিকিট ক্রয় করতে পারবেন । ইউটিএস অ্যাপ্লিকেশনটি অ্যানড্রয়েড ও অ্যাপল উভয় অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড করা যাবে বলেও জানানো হয়েছে রেলের পক্ষ থেকে ৷ রেলের যাত্রীদের উন্নততর সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে 45টি লিফট ও 35টি এসকেলেটর স্থাপন করেছে । স্টেশনের মধ্যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে যাত্রীদের বিশেষ করে বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ ব্যক্তিরা সমস্যায় পড়েন । তাদের জন্য এবার নতুন লিফট ও এসকেলেটরগুলি যাত্রী পরিষেবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে ।

বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত পাঁচটি ডিভিশনের প্রধান স্টেশনগুলিতে 45টি লিফট ও 35টি এসকেলেটর কার্যকর রয়েছে । বিগত অর্থবর্ষ 2023-24-এর সময় বিহারের বারসই স্টেশনে দুটি লিফট এবং জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে দুটি লিফট চালু করা হয়েছে । এছাড়া আগরতলা ও কামাখ্যা রেলওয়ে স্টেশনের প্রত্যেকটিতে দু’টি করে মোট চারটি এসকেলেটর চালু করা হয়েছে । অন্যদিকে 'অমৃত ভারত স্টেশন স্কিম'-এর অধীনে থাকা উত্তরপুর্ব সীমান্ত রেলের অনুমোদিত 46টি রেলওয়ে স্টেশনে 94টি লিফট ও 13টি স্টেশনে অতিরিক্তভাবে 26টি এসকেলেটর স্থাপনের কাজও করা হচ্ছে বলে জানান উত্তরপুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।

আরও পড়ুন:

  1. টিকিটের টাকা থেকে সর্বকালীন রেকর্ড আয় পূর্ব রেলের
  2. ছুটির মরশুমে পর্যটকের জন্য চালু দু’টি স্পেশাল জয় রাইড
  3. মোবাইল থেকে অংসরক্ষতি টিকিট বুক করতে বিশেষ অ্য়াপ রেলের

ABOUT THE AUTHOR

...view details