জলপাইগুড়ি, 23 মে: বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা আইন ভাঙা ৷ তবে প্রায়শ্যই নিয়ম বিরুদ্ধ কাজ করতে দেখা যায় যাত্রীদের ৷ আর তাতেই বিপুল লক্ষ্মীলাভ হল রেলের ৷ 79 লক্ষ যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জরিমানা বাবদ আদায় করল 66.27 কোটি টাকা। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিয়মিতভাবে টিকিট পরীক্ষার অভিযান চালানো হয় । বিনা টিকিটে ও অনিয়মিত ভ্রমণকারীদের বিরুদ্ধে ক্রমাগত নজরদারি চালাায় রেলওয়ে । চলতি বছরে 1 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত এরকমই বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের বিরুদ্ধে অভিযানের চালিয়েছিল রেল ৷ আর এতেই ভ্রমণকারীদের কাছ থেকে 10.65 কোটি টাকারও অধিক অর্থ সংগ্রহ করা হয়েছে বলে জানান উত্তরপুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী, 2023 সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিনা টিকিটে ভ্রমণকারী 79 লক্ষ 3 হাজার 170 জন যাত্রীকে চিহ্নিত করা হয়েছে । তাদের থেকে ভাড়া এবং জরিমানা বাবদ 66.27 কোটি টাকা আদায় করা হয়েছে । অন্যদিকে 2022-23 অর্থবর্ষে জরিমানা বাবদ টাকা আদায়ের পরিমাণটা ছিল 62.98 কোটি। 77 লক্ষ 8 হাজার 808 জন যা ত্রীার কাছ থেকে নেওয়া হয়েছিল । ফলে ওই অর্থবর্ষের তুলনায় 2023-24 5.23 শতাংশ বেশি আয় হয়েছে রেলের ।
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে জরিমানা এড়ানোর জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে উপযুক্ত বৈধ টিকিট এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভ্রমণ করার জন্য সচেতন করা হচ্ছে । যাত্রীরা নিজেদের স্মার্ট ফোন থেকে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অসংরক্ষিত টিকিট ক্রয় করতে পারবেন । ইউটিএস অ্যাপ্লিকেশনটি অ্যানড্রয়েড ও অ্যাপল উভয় অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড করা যাবে বলেও জানানো হয়েছে রেলের পক্ষ থেকে ৷ রেলের যাত্রীদের উন্নততর সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে 45টি লিফট ও 35টি এসকেলেটর স্থাপন করেছে । স্টেশনের মধ্যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে যাত্রীদের বিশেষ করে বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ ব্যক্তিরা সমস্যায় পড়েন । তাদের জন্য এবার নতুন লিফট ও এসকেলেটরগুলি যাত্রী পরিষেবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে ।
বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত পাঁচটি ডিভিশনের প্রধান স্টেশনগুলিতে 45টি লিফট ও 35টি এসকেলেটর কার্যকর রয়েছে । বিগত অর্থবর্ষ 2023-24-এর সময় বিহারের বারসই স্টেশনে দুটি লিফট এবং জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে দুটি লিফট চালু করা হয়েছে । এছাড়া আগরতলা ও কামাখ্যা রেলওয়ে স্টেশনের প্রত্যেকটিতে দু’টি করে মোট চারটি এসকেলেটর চালু করা হয়েছে । অন্যদিকে 'অমৃত ভারত স্টেশন স্কিম'-এর অধীনে থাকা উত্তরপুর্ব সীমান্ত রেলের অনুমোদিত 46টি রেলওয়ে স্টেশনে 94টি লিফট ও 13টি স্টেশনে অতিরিক্তভাবে 26টি এসকেলেটর স্থাপনের কাজও করা হচ্ছে বলে জানান উত্তরপুর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।
আরও পড়ুন:
- টিকিটের টাকা থেকে সর্বকালীন রেকর্ড আয় পূর্ব রেলের
- ছুটির মরশুমে পর্যটকের জন্য চালু দু’টি স্পেশাল জয় রাইড
- মোবাইল থেকে অংসরক্ষতি টিকিট বুক করতে বিশেষ অ্য়াপ রেলের