পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইএমএ-র ডাকে চিকিৎসকদের কর্মবিরতিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা, ভোগান্তিতে রোগীর পরিজনেরা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

IMA 24-Hour Strike: আরজি করের ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে কর্মবিরতিতে চিকিৎসকেরা ৷ আউটডোর বন্ধ থাকায় বিপাকে রোগীর পরিজনেরা ৷ চিকিৎসা না করিয়ে ফিরে যেতে হচ্ছে তাঁদের ৷

IMA 24 Hour Strike
চিকিৎসকদের কর্মবিরতিতে বন্ধ হাসপাতালের আউটডোর (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 4:11 PM IST

শিলিগুড়ি, কোচবিহার ও জলপাইগুড়ি 17 অগস্ট: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকে আজ (শনিবার) সারাদেশ জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা । বন্ধ রয়েছে হাসপাতালের সমস্ত বহির্বিভাগ । আর তার জেরে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক করাতে আসা রোগী ও তাঁদের পরিজনেরা ।

আইএম'র ডাকে চিকিৎসকদের কর্মবিরতি (ইটিভি ভারত)

আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ । তোলপাড় রাজ্য রাজনীতি । ঘটনার পর থেকে চিকিৎসক, জুনিয়র ডাক্তার, পিজিটি ও হাউজ স্টাফদের লাগাতার আন্দোলনের জেরে ব্যাহত হয়েছে রোগী পরিষেবা । গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও তা না করিয়েই ফিরে আসতে হচ্ছে সাধারণ মানুষদের । একই ছবি শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের । জলেশ্বরী থেকে চিকিৎসা করাতে আসা মাম্পি বর্মন বলেন, "আজ নিয়ে তিনদিন হল চিকিৎসা করাতে এসে ফিরে যাচ্ছি । এভাবে পরিষেবা বন্ধ করে তো লাভ নেই ।"

আউটডোর বন্ধ থাকায় বিপাকে রোগীর পরিজনেরা (নিজস্ব ছবি)

শিলিগুড়ি জেলা হাসপাতালে মঞ্চ তৈরি করে প্রতিবাদে সামিল হয়েছেন আইএমএ'র চিকিৎসকেরা । সকাল থেকেই বন্ধ থাকে আউটডোরের টিকিট কাউন্টার । হাসপাতালে চিকিৎসা করাতে আসা প্রচুর মানুষ এ দিন ফিরে যান । আইএমএ'র শিলিগুড়ি শাখার সভাপতি অরুণ কুমার গুপ্তা বলেন, "আমরা রোগীদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল আছি । সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বন্ধ রয়েছে । তবে জরুরি পরিষেবা চালু আছে । চিন্তার কোনও কারণ নেই ।"

সকালে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । তিনি বলেন, "এখন সাধারণ মানুষকে আবেদন করব যাতে এই আন্দোলনে তারা চিকিৎসকদের পাশে থাকেন । চিকিৎসকরা একটা কঠিন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন । যারা গোটা পরিষেবা দিচ্ছেন তাদের উপর এই ধরনের আক্রমণ অনভিপ্রেত ।"

শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদ (নিজস্ব ছবি)

উত্তরবঙ্গে কেবল শিলিগুড়ি নয়, আইএমএ-র কর্মবিরতির প্রভাব পড়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও । এ দিন সকালে চিকিৎসকদের দেখা মিলল না আউটডোরের বিভিন্ন বিভাগে । ফলে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখাতে এসে বিপাকে রোগী ও তাঁর আত্মীয় পরিজনেরা । খোলা হয়নি টিকিট কাউন্টারও ।

রোগী ও তাঁর আত্মীয় পরিজনদের অভিযোগ, অসুস্থতা নিয়ে হাসপাতালে এলে বলা হচ্ছে ডাক্তার নেই । জরুরি বিভাগে যেতে । সেখানেও চিকিৎসক রোগী দেখছেন না । ফলে হয়রানি বাড়ছে । কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী আলিপুরদুয়ার ও নিম্ন অসমের বাসিন্দারা চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরশীল । প্রতিদিন এই হাসপাতালের আউটডোরে গড়ে পাঁচ হাজার রোগী আসেন । কিন্তু আরজি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতে আইএমএ-র কর্মবিরতিতে ব্যাপক প্রভাব পড়েছে কোচবিহার মেডিক্যালে । এ দিন আউটডোর পুরোপুরি বন্ধ । বিভিন্ন জায়গা থেকে রোগী এসে ঘুরে যাচ্ছেন ।

জলপাইগুড়ি হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ভিড় (নিজস্ব ছবি)

কোচবিহার-2 ব্লকের পেস্টারঝাড় থেকে ছেলের জ্বর নিয়ে এসেছিলেন গোপাল দেবনাথ । এ দিন তিনি বলেন, "ছেলের জ্বর । গতকাল বনধের জন্য আসতে পারিনি । আজ হাসপাতাল বন্ধ । আগামিকাল রবিবার আউটডোর বন্ধ । ফলে সোমবার আসতে হবে । বাইরে চেম্বারে চিকিৎসক দেখাবো সেটাও হবে না । এটা খুবই সমস্যার ।"

একই বক্তব্য কোচবিহারের বাসিন্দা ললিতা কর্মকারের । এ দিন হাসপাতালে রক্ত পরীক্ষা করার জন্য এসেছিলেন তিনি । সেটা না হওয়ায় ঘুরে যেতে হচ্ছে তাঁকে । নিউ গিতালদহ থেকে চোখ দেখাতে এসেছেন আতোয়ার আলি । ডাক্তার না পেয়ে তাঁকেও বাড়ি চলে যেতে হচ্ছে । যদিও আইএমএ-র এর সম্পাদক চিকিৎসক অরিন্দম বুট বলেন, "আউটডোর বন্ধ থাকলেও ইমার্জেন্সি পরিষেবা চালু হচ্ছে ।"

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়িতেও আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা ৷ এ দিন জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে । মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের ইমার্জেন্সির গেটের সামনে আন্দোলনে যোগ দিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা ।

চিকিৎসক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে বিপাকে পড়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসা রোগীরা । যদিও জরুরি বিভাগ খোলা থাকায় সেখানেই রোগীরা চিকিৎসক দেখাচ্ছেন । তাঁদের পরিষেবাও দেওয়া হচ্ছে । জরুরি বিভাগে উপচে পড়েছে দূর দূরান্তে আসা রোগীদের ভিড় । হাসপাতালে আসা রোগীরা আরজি করের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন । দোষীদের ফাঁসির দাবি তুলেছেন রোগীরা পরিজনেরাও ।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার দেখাতে আসা রোগী ভুপতি রায় বলেন, "সরকার যদি সঠিক পদক্ষেপ নিত তাহলে আজ আমাদের এমন হয়রানি হতে হত না । আমরাও চাই দোষীর ব্যক্তির শাস্তি হোক । তবে ডাক্তার দেখাতে এসে আমাদেরও হয়রানি হতে হচ্ছে । আউটডোর বন্ধ আছে ।"

জলপাইগুড়ি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক তথা শিক্ষক সুদীপন মিত্রের কথায়, "আমাদের একটাই দাবি প্রকৃত দোষীকে গ্রেফতার করা হোক । আজ আমাদের ধর্মঘট চলছে । পরিস্থিতির উপর নজরদারি রাখা হচ্ছে ৷ সেইভাবেই আন্দোলন চলবে ।"

ABOUT THE AUTHOR

...view details