শিলিগুড়ি, কোচবিহার ও জলপাইগুড়ি 17 অগস্ট: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকে আজ (শনিবার) সারাদেশ জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা । বন্ধ রয়েছে হাসপাতালের সমস্ত বহির্বিভাগ । আর তার জেরে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক করাতে আসা রোগী ও তাঁদের পরিজনেরা ।
আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ । তোলপাড় রাজ্য রাজনীতি । ঘটনার পর থেকে চিকিৎসক, জুনিয়র ডাক্তার, পিজিটি ও হাউজ স্টাফদের লাগাতার আন্দোলনের জেরে ব্যাহত হয়েছে রোগী পরিষেবা । গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও তা না করিয়েই ফিরে আসতে হচ্ছে সাধারণ মানুষদের । একই ছবি শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের । জলেশ্বরী থেকে চিকিৎসা করাতে আসা মাম্পি বর্মন বলেন, "আজ নিয়ে তিনদিন হল চিকিৎসা করাতে এসে ফিরে যাচ্ছি । এভাবে পরিষেবা বন্ধ করে তো লাভ নেই ।"
শিলিগুড়ি জেলা হাসপাতালে মঞ্চ তৈরি করে প্রতিবাদে সামিল হয়েছেন আইএমএ'র চিকিৎসকেরা । সকাল থেকেই বন্ধ থাকে আউটডোরের টিকিট কাউন্টার । হাসপাতালে চিকিৎসা করাতে আসা প্রচুর মানুষ এ দিন ফিরে যান । আইএমএ'র শিলিগুড়ি শাখার সভাপতি অরুণ কুমার গুপ্তা বলেন, "আমরা রোগীদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল আছি । সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর বন্ধ রয়েছে । তবে জরুরি পরিষেবা চালু আছে । চিন্তার কোনও কারণ নেই ।"
সকালে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ । তিনি বলেন, "এখন সাধারণ মানুষকে আবেদন করব যাতে এই আন্দোলনে তারা চিকিৎসকদের পাশে থাকেন । চিকিৎসকরা একটা কঠিন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন । যারা গোটা পরিষেবা দিচ্ছেন তাদের উপর এই ধরনের আক্রমণ অনভিপ্রেত ।"
উত্তরবঙ্গে কেবল শিলিগুড়ি নয়, আইএমএ-র কর্মবিরতির প্রভাব পড়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও । এ দিন সকালে চিকিৎসকদের দেখা মিলল না আউটডোরের বিভিন্ন বিভাগে । ফলে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখাতে এসে বিপাকে রোগী ও তাঁর আত্মীয় পরিজনেরা । খোলা হয়নি টিকিট কাউন্টারও ।
রোগী ও তাঁর আত্মীয় পরিজনদের অভিযোগ, অসুস্থতা নিয়ে হাসপাতালে এলে বলা হচ্ছে ডাক্তার নেই । জরুরি বিভাগে যেতে । সেখানেও চিকিৎসক রোগী দেখছেন না । ফলে হয়রানি বাড়ছে । কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী আলিপুরদুয়ার ও নিম্ন অসমের বাসিন্দারা চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরশীল । প্রতিদিন এই হাসপাতালের আউটডোরে গড়ে পাঁচ হাজার রোগী আসেন । কিন্তু আরজি কর-কাণ্ডের পরিপ্রেক্ষিতে আইএমএ-র কর্মবিরতিতে ব্যাপক প্রভাব পড়েছে কোচবিহার মেডিক্যালে । এ দিন আউটডোর পুরোপুরি বন্ধ । বিভিন্ন জায়গা থেকে রোগী এসে ঘুরে যাচ্ছেন ।