পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ওরা একটা দংশন করলে আমাদের পাঁচটা দংশন করতে হবে', ফের বিতর্কে উদয়ন গুহ - Udayan Guha sparks Controversy - UDAYAN GUHA SPARKS CONTROVERSY

Udayan Guha's Controversial Statement: একটা দংশন করলে পাঁচটা দংশন করতে হবে। বিরোধীদের হুমকি দিয়ে ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷

Udayan Guha Controversial Statement
ফের বিতর্কে উদয়ন গুহ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 9:18 AM IST

কোচবিহার, 2 সেপ্টেম্বর: ফের বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। রবিবার রাতে দিনহাটার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম, বিজেপির নাম না-করে তীব্র আক্রমণ করেন উদয়ন ৷

ফের বিতর্কে উদয়ন গুহ (ইটিভি ভারত)

এদিন তিনি বলেন, "ওরা যদি একটা দংশন করে, তাহলে আমাদের পাঁচটা দংশন করতে হবে। ওরা একটা দাঁত বসালে, আমাদের পাঁচটা দাঁত বসাতে হবে। তাহলে ওদের মিথ্যাচার বন্ধ হবে ৷" মন্ত্রী আরও বলেন, "আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, সেটাকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল চক্রান্ত করছে ৷ একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে ৷ সেদিকে সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে ৷ ঐক্যবদ্ধভাবে চক্রান্তের মোকাবিলা করতে হবে ৷" উদয়ন গুহের এই মন্তব্য ঘিরে ফের শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বরাবরই বিতর্কিত মন্তব্যের কারণে শিরোনামে থাকেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কখনও বিজেপি নেতারা বাড়িতে ভোটপ্রচারে গেলে মহিলাদের তাড়া করার নিদান দিয়েছিলেন, আবার কখনও পৃথক রাজ্যের দাবিদারদের হাঁটু ভাঙার হুমকি দিয়েছিলেন। সম্প্রতি আরজি কর ইস্যুতে মহিলাদের রাত দখলের কর্মসূচিতে অংশ নেওয়া নিয়েও একাংশ মহিলাদের পোশাক বিধি নিয়ে মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন। এসবের মাঝেই এদিন দিনহাটায় বক্তব্য রাখতে গিয়ে আরজি কর ইস্যুতে প্রতিদিন যে মিছিল হচ্ছে, তা নিয়েও মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷

নাগরিক সমাজ থেকে সাধারণ মানুষ প্রায় সকলেই আরজি কর-কাণ্ডে পথে নেমেছে ৷ কলকাতার রাজপথে প্রতিদিনই প্রতিবাদ মিছিল ৷ শুধু শহরে নয়, রাজ্যের সর্বত্রই বিচার চেয়ে প্রতিবাদে পেথে নেমেছেন সাধারণ মানুষ ৷

ABOUT THE AUTHOR

...view details