কলকাতা, 14 মে: শহরে বেআইনি নির্মাণ ঠেকাতে আরও কঠোর কলকাতা কর্পোরেশন । এবার থেকে পানীয় জল ও নিকাশি সংযোগ দেওয়া হবে না বেআইনি নির্মীয়মান বহুতলে ৷ এমনই সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ ।
কলকাতার একাধিক এলাকায় প্রোমোটাররা বেআইনিভাবে ফ্ল্যাট বিক্রি করে দেন ৷ মানবিক কারণ বশত পরে সেই নির্মাণ বেআইনি হলেও পুরো ভেঙে ফেলা যায় না । আবার লোকজন থাকায় তাদের নিকাশি ব্যবস্থা যেমন করে দিতে হয়, তেমনি পানীয় জলের ব্যবস্থা করে দিতে হয় বসবাসকারীদের জন্য । শেষে দেখা যায় অসাধু প্রোমোটার চক্র লাভবান হলেও ঝুঁকির মুখে পড়ে যান বাসিন্দারা ৷ ক্ষতি হচ্ছে কলকাতা কর্পোরেশনের ।
সেকারণে এবার বেআইনি নির্মাণের প্রবনতা আরও কমাতে এই নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ নির্মাণ যদি আইন মাফিক না হয়, তাহলে কোনও ভাবেই পানীয় জলের লাইন ও নিকাশি ব্যবস্থা করবে না কলকাতা পৌরসভা ৷ এই প্রসঙ্গে পৌরসভার এক আধিকারিক বলেন, "এই দুই গুরুত্বপূর্ণ পরিষেবা শুরুতেই আটকানো গেলে বেআইনি নির্মাণ করার ক্ষেত্রে খানিক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। বরো ভিত্তিক নির্মাণ তালিকা করে তাদের কোন কোন নির্মাণের ক্ষেত্রে সিসি মিলেছে সেটা দেখে নিকাশি ও পানীয় জলের সংযোগ দেওয়া হবে । যদি বেআইনি ভাবে নির্মাণ হয়, সে ক্ষেত্রে সিসি পাবে না । আর সিসি না পেলে পানীয় জল বা নিকাশি সংযোগ পাবে না ।"