কলকাতা, 27 ফেব্রুয়ারি: ক্রিকেট ফিল্ডে ব্যাটার হোক বা ক্লোজ-ইন ফিল্ডার, ডিউজ বলের আঘাত থেকে বাঁচতে হেলমেট পরা আবশ্যক ৷ রাঁচি টেস্টে সরফরাজ খানকে সেই পরামর্শই দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ বলেছিলেন, "ও ভাই ! বেশি হিরো হতে যাস না...৷" রোহিতের সেই পরামর্শই এবার সড়কপথে হেলমেটবিহীন দু-পেয়ে বাহনের চালকদের সতর্ক করতে ব্যবহার করল পশ্চিমবঙ্গ পুলিশ ৷ তাদের বার্তা, 'নো হেরোগিরি প্লিজ !'
মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের সোশাল মিডিয়া সাইটগুলিতে 'সেফ ড্রাউভ সেভ লাইফ'-এর প্রচারে রাঁচি টেস্টের প্রথমদিনের রোহিতের সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ সঙ্গে একজন হেলমেটবিহীন বাইকচালকের ছবি জুড়ে দেওয়া হয়েছে ৷ আর ভিডিয়োতে বার্তা দেওয়া হয়েছে, "নো হিরোগিরি প্লিজ ! হেলমেট পড়ুন ৷ হ্যাশট্যাগ সেফ ড্রাইভ সেভ লাইফ ৷"
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচির চতুর্থ টেস্টে মিডল-অর্ডার ব্যাটার সরফরাজ খান বিনা হেলমেটে ফরওয়ার্ড শর্ট-পয়েন্টে ফিল্ডিংয়ের জন্য দাঁড়িয়ে পড়েন ৷ তখন স্লিপ থেকে অধিনায়ক রোহিত শর্মা সরফরাজকে এমনটা করতে নিষেধ করেন ৷ সেই মুহূর্তে স্টাম্প মাইকে রোহিতের কথা রেকর্ড হয় ৷ তাঁকে বলতে শোনা যায়, "ও ভাই ! ভালো কিছু পর আগে ৷ বেশি হিরো হতে যেও না ৷" সোজা কথায়, আগে নিজের সুরক্ষা নিশ্চিত করতে হবে ৷ তারপর ব্যাটারের সামনে দাঁড়িয়ে ফিল্ডিং করায় আপত্তি নেই ৷ সেটাই রোহিত নিজের মুম্বইয়া ভাষায় তরুণ ক্রিকেটারকে বুঝিয়ে দেন ৷
আর রাস্তায় বাইক চালকদের সুরক্ষাতেও হেলমেট ক্রিকেট মাঠের মতোই সমান গুরুত্বপূর্ণ ৷ একটু অসাবধানতায় বড় বিদপ ঘটে যাওয়ার সমূহ সম্ভাবনা ৷ আর সেটাই তুলে ধরা হল, ভারত অধিনায়কের ক্রিকেট মাঠের বক্তব্যকে উদাহরণ হিসেবে ব্যবহার করে ৷ অর্থাৎ, বাইক বা স্কুটার চালানোর সময় হেলমেট পরা অতি আবশ্যক ৷ উল্লেখ্য, দিল্লি পুলিশের ট্রাফিক বিভাগও রোহিতের এই সচেতন বার্তাকে অবাধ্য বাইক চালকদের সতর্ক করতে ব্যবহার করেছে ৷
আরও পড়ুন:
- 'বাড়ির লোক অপেক্ষায়', হেলমেটবিহীন বাইকারকে ফুল-মিষ্টিতে সচেতনতার বার্তা পড়ুযাদের
- সিভিক ভলান্টিয়ার যখন সান্তাক্লজ! পথনিরাপত্তার পাঠ দিতে উদ্যোগ সাব ট্রাফিক পুলিশের
- নীরজের মতো হন, পথ-নিরাপত্তায় দিল্লি পুলিশের সৃজনশীল প্রচার