কোচবিহার, 29 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পালটা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । সোমবার কোচবিহারে এসে বিএসএফের অত্যাচার প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রয়োজনে বিএসএফের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলেছেন মমতা। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিশীথ বলেন, "ইন্দো-বাংলাদেশ সীমান্ত নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ নিয়ে এই ধরনের মন্তব্য করছেন ।"
কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, বিএসএফ সীমান্ত এলাকা সুরক্ষিত রাখার পাশাপাশি এলাকার মানুষের চাষবাসে যাতে সুবিধা হয় সেই জন্যই দিনরাত খেটে চলেছে । খোলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে পরিচয় পত্র দেওয়া হয় । অনুপ্রবেশ যাতে না ঘটে সেই জন্য সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই সেইসব এলাকায় বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিলেন। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলেই সেই সব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায় । অনুপ্রবেশ ঘটত না । জমি অধিগ্রহণ রাজ্য সরকারই করতে পারে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তেমন কিছু করেনি। তাহলে কি অনুপ্রবেশকারীদের দেশে ঢোকাতেই ওই জায়গা অধিগ্রহণ করছে না রাজ্য সরকার ? প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর।