জলপাইগুড়ি, 13 এপ্রিল: কৃষি বলয়, চা-বলয় ও পৌরসভা এলাকার জন্য লোকসভায় আওয়াজ তুলতে চান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়। অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, "আমরা জলপাইগুড়িকে তিনটি জোনে ভাগ করি। একটি কৃষি বলয়, চা-বলয় ও পৌরসভা এলাকা। চা-বলয়ে একটা বড় সমস্যা রয়েছে। রাজ্য সরকার কাজ করলেও কেন্দ্রীয় সরকারের বড় ভূমিকা রয়েছে। সেটা পালন করছেন না। চা-শ্রমিকদের বাগান বন্ধ হয়ে যাওয়া।"
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার যদি শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে কোনও আইন নিয়ে আসে তাহলে ভালো হয়। সেটা আমি তুলে ধরব। নতুন আইন আনার দরকার আছে চা-শ্রমিকদের সুরক্ষার জন্য। তিস্তার সেচ প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কেন্দ্রীয় সরকারের টাকা ছাড়া এটা করা সম্ভব নয় ।" এতদিন বিভিন্ন নির্বাচনে চা-বলয় মুখ ফিরিয়েছে তৃণমূলের প্রার্থীদের থেকে এই প্রশ্নের উত্তরে নির্মল চন্দ্র রায় জানান, গত উপনির্বাচনে চা-বলয় মুখ ফেয়ার তৃণমূল কংগ্রেসের দিক থেকে। এটা ঠিক নয়। কারণ ধূপগুড়ি উপ-নির্বাচনে চা-বলয়ে তৃণমূল কংগ্রেসকেই আশির্বাদ করেছে।