নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: আসরে জাতীয় মানবাধিকার কমিশন ৷ আগামিকাল, বৃহস্পতিবার সন্দেশখালি যাচ্ছে কমিশনের প্রতিনিধি দল ৷ বুধবার একটি বিজ্ঞপ্তিতে এনএইচআরসি এ কথা জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলি দেখে তারা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে ৷"
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর 24 পরগনার সন্দেশখালিতে নিরপরাধ, প্রান্তিক মহিলাদের উপর যৌন হেনস্তা চালিয়েছে রাজনৈতিক দলের স্থানীয় নেতারা ৷ এর প্রতিবাদে নেমেছে স্থানীয়রা ৷ তবে স্থানীয় প্রশাসন এই অপরাধীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ ৷ ইলেকট্রনিক মিডিয়া এবং খবরের কাগজে সন্দেশখালি সম্পর্কিত যেসব খবর প্রকাশিত হয়েছে, তা থেকে কমিশনের পর্যবেক্ষণ, সেখানে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে ৷ তাই এই পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে এনএইচআরসি ৷
এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং ডিজি রাজীব কুমারের কাছে সন্দেশখালি নিয়ে রিপোর্ট চেয়েছে ৷ 4 সপ্তাহের মধ্যে এনএইচআরসিকে রিপোর্ট পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷ সন্দেশখালিতে হিংসাত্মক ঘটনার কথা জানাতে হবে এই রিপোর্টে ৷ এছাড়া দোষীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে বা নেবে বলে ঠিক করেছে, তাও উল্লেখ করতে হবে ৷ পাশাপাশি, এলাকার মহিলা, শিশু, প্রবীণ এবং অন্যদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে তাও বিস্তারিত উল্লেখ করতে হবে রিপোর্টে ৷ এর সঙ্গে কমিশনের কোনও এক সদস্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালির পরিস্থিতি দেখতে যাবে ৷